
দৈনিক জনকণ্ঠ
গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের শকুনি লেকের পাড় এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়।
এ সময় গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী এই পদক্ষেপ না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। সন্ধ্যায় সভামঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রীয় নেতাদের পথসভার সমাবেশ স্থগিত ঘোষণা করেন জেলা নেতারা।
মাদারীপুর এনসিপি নেতারা জানান, সারাদেশে পথযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে রওয়ানা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। পরে তাদের উপর হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
এর পরপরই এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষ্যে মাদারীপুরে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. তাসনিম জারা,
উত্তরাঞ্চলের সংগঠক মেহেরাব সিফাতসহ অনেকেরই মাদারীপুরে আসার কথা ছিল। তাদের আগমন উপলক্ষ্যে শহরের স্বাধীনতা অঙ্গনে আয়োজিত সমাবেশে তারা বক্তব্যও রাখবেন বলে জানা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের নেতারা জানান, ‘পরিকল্পিতভাবে গোপালগঞ্জে এই হামলা চালানো হয়েছে। যাতে মাদারীপরে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। কিন্তু মাদারীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা অনুষ্ঠান সার্থক করতে প্রস্তুত।
কোন হামলার ভয় তারা পায় না। গোপালগঞ্জে যারা হামলা চালিয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে দেশে বৃহৎ আন্দোলন করা হবে।’
প্রসঙ্গত, পূর্ব ঘোষিত অনুষ্ঠান হিসেবে মাদারীপুরে দুপুর তিনটায় উপস্থিত থাকার কথা ছিল এনসিপির কেন্দ্রীয় নেতাদের। কিন্তু গোপালগঞ্জে হামলার ঘটনায় সময়ের পরিবর্তন করা হয়।
সন্ধ্যায় আবারও বিক্ষোভ মিছিল করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা অঙ্গনের মঞ্চে এসে বিক্ষোভ করে এবং কেন্দ্রীয় নেতাদের পথসভার সমাবেশ স্থগিত ঘোষণা করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মাদারীপুরের সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, “গোপালগঞ্জে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে মাদারীপুরের পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হলো।
আগামীতে এই কর্মসূচি আরো বৃহৎ আকারে পালন করা হবে।” এ সময় আরো বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মাদারীপুরের সমন্বয়ক নেয়ামত উল্লাহ, তুষার সব্যসাচী, আকাশ মাতুব্বর, নীলা আক্তার, কিরণ আক্তার প্রমুখ।
হ্যাপী