
ছবি: দৈনিক জনকণ্ঠ
সুনামগঞ্জে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানে থাকা ভারতীয় কসমেটিকস ও কুকুর–বিড়ালের চিকিৎসায় ব্যবহৃত ঔষধ জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৬২ লাখ ৭০ হাজার ৫৩ টাকা।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতের এ অভিযানে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানিক দল অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে হায়দারপুর বাজার সংলগ্ন পাকা রাস্তায় তল্লাশি চালিয়ে তারা মালিকবিহীন অবস্থায় কাভার্ড ভ্যানটি জব্দ করে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, অভিযানে ১৮,৯৭৭ পিস ভারতীয় কসমেটিকস (মূল্য: ১ কোটি ১২ লাখ ১৫ হাজার ৪০৭ টাকা), ১৪,৮৭২ পিস কুকুর ও বিড়ালের ভারতীয় ঔষধ (মূল্য: ৩৫ লাখ ৫৪ হাজার ৬৪৬ টাকা) এবং একটি কাভার্ড ভ্যান (মূল্য: ১৫ লাখ টাকা) জব্দ করা হয়।
অভিযানে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর আসিফ রানা অনীক, পিএসসি-এর নেতৃত্বে সেনাবাহিনীর ২০ জন সদস্য এবং বিজিডিও-৩১৫ অধীনস্থ ২৪ জন বিজিবি সদস্যসহ মোট ৪৬ জন সদস্য অংশ নেন।
এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
ফারুক