ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

এনসিপির পদযাত্রায় জনতার অভূতপূর্ব সাড়া: নাহিদ ইসলাম

প্রকাশিত: ২০:০১, ১০ জুলাই ২০২৫; আপডেট: ২০:১০, ১০ জুলাই ২০২৫

এনসিপির পদযাত্রায় জনতার অভূতপূর্ব সাড়া: নাহিদ ইসলাম

নড়াইলের জনসভা ও পদযাত্রায় অংশ নিয়ে স্থানীয় জনগণের ভালোবাসা ও সাড়া পেয়ে আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) এর নেতা নাহিদ ইসলাম। তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন,

"নড়াইলবাসী, আমাদের ক্ষণিক সময়ের অবস্থানেও আপনাদের অভূতপূর্ব সাড়া জুলাই পদযাত্রার অন্যতম মাইলফলক। আপনাদের ভালোবাসা পেতে এনসিপি ফিরে আসবে বারবার, বিপ্লবী জনতার নড়াইলে। বিদায় নড়াইল। দেখা হবে বিজয়ে!"

তার এই বক্তব্যে বোঝা যায়, নড়াইলে পদযাত্রার সফলতা এনসিপিকে আরও উৎসাহিত করেছে। স্থানীয় মানুষের অংশগ্রহণ ও সংহতি পদযাত্রার অন্যতম অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

নাহিদ ইসলামের এই বার্তা শুধু বিদায় জানানো নয়, বরং ভবিষ্যতে আবারও জনগণের সঙ্গে যুক্ত হওয়ার প্রত্যয়ও বহন করে। তিনি জানান, বিজয়ের দিনেই নড়াইলবাসীর সঙ্গে আবারও দেখা হবে।

এনসিপির পক্ষ থেকে এটিকে "জুলাই পদযাত্রার মাইলফলক" হিসেবে অভিহিত করা হয়েছে।

 

Jahan

×