
জুলাই মাসের গণ-অভ্যুত্থান স্মরণে এবার সরকারি উদ্যোগে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ উপহার। আগামী ১৮ জুলাই দেশের মোবাইল গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।
পোস্টে বলা হয়, “জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।”
এই উদ্যোগের মাধ্যমে সরকারের পক্ষ থেকে জনগণের প্রতি শ্রদ্ধা ও সংহতির বহিঃপ্রকাশ ঘটবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
আফরোজা