
ছবিঃ সংগৃহীত
সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, আজ প্রায় সব মিডিয়ায় পলকের আদালতে কান্নার খবর দেখা গেছে। তার কান্না দেখে অনেকেই মনে করতে পারেন যে তিনি খুব কোমল হৃদয়ের মানুষ, কিন্তু আসলে ইন্টারনেট বন্ধ করে ছোট বাচ্চাদের নির্মমভাবে হত্যার পর পলক মশকরা করে বলেছিলো “ইন্টারনেট সরকার বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে।”
ইলিয়াস হোসেন বলেন, ক্ষমতা পলককে এতটাই অন্ধ এবং অমানুষিক করে দিয়েছিলো যে, তিনি তার নিজের ভাইদের জমিজমা পর্যন্ত দখল করে নিয়েছিলেন। প্রতিবাদ করায় পুলিশ দিয়ে তার ভাইকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছিলো। গত ১৫ বছরে সবচেয়ে বড় লুটপাটে জয়ের প্রধান সহযোগী ছিলেন পলক। ছোট একটি সরকারি অ্যাপ তৈরিতে খরচ দেখানো হয়েছে ১০ কোটি টাকা।
তিনি আরও বলেন, টাকা পলককে বাঁচাতে পারেনি, আল্লাহ পাকড়াও করে ফেলার পর চোখের পানি ফেলা লাভ নেই, সময় শেষ। যারা ভারতে বসে হুমকি দিচ্ছে, তাদের নেতাদের দেখে বুঝতে হবে আওয়ামী অধ্যায় বাংলাদেশে শেষ। ফেসবুকে লাফালাফি করে ল্যাব হবে না, কারণ তোমাদের নেতারা টাকা-পয়সা নিয়ে ইউরোপ ও আমেরিকায় আরামে আছে। আপাতত তোমরা তোমাদের চার নেতার প্রিয় সোনাগাছীতে গিয়ে যৌবন জ্বালা মিটাও।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/174gRVd1qW/
মারিয়া