ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

পিনাকী ভট্টাচার্য

"আমার কথা স্বাস্থ্য মন্ত্রণালয় শুনলে পাগলের মতো কবর খোঁজার জন্য দৌড়াতে হতো না"

প্রকাশিত: ২৩:৫২, ২০ মে ২০২৫; আপডেট: ২৩:৫৭, ২০ মে ২০২৫

আমার কথা স্বাস্থ্য মন্ত্রলালয় শুনলে আজকে এইভাবে ছবি হাতে শহীদের পরিবারগুলোকে পাগলের মতো এখানে ওখানে দৌড়াতে হতো না তাদের কবর খোঁজার জন্য বলে মন্তব্য করেছেন, পিনাকী ভট্টাচার্য।

আজ মঙ্গলবার (২০ মে) নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন পিনাকী।

পিনাকী তার পোস্টে বলেন, আমি আগষ্ট মাসেই শহীদদের কবর খুজে বেওয়ারিশ লাশগুলোকে আইডেন্টিফাই করার পদ্ধতি বলেছিলাম। উদ্যোগ নিতে বলেছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়কে। কাকে দায়িত্ব দেয়া যায় তার নাম বলেছিলাম। ব্যয় বরাদ্দ কতো দিতে হবে এই প্রকল্পে সেটাও বলেছিলাম।

আমার কথা স্বাস্থ্য মন্ত্রলালয় শুনলে উল্লেখ করে তিনি আরো বলেন আজকে এইভাবে ছবি হাতে শহীদের পরিবারগুলোকে পাগলের মতো এখানে ওখানে দৌড়াতে হতো না তাদের কবর খোঁজার জন্য।

ফুয়াদ

×