
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মধ্যে তৎপরতা ও সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির ৬ প্রভাবশালী নেতা, যারা নিয়মিত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং দলীয় কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এবং আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের সভাপতি আহসান উদ্দিন খান শিপন। তিনি নিয়মিত নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন এবং সপ্তাহে দুই দিন নেতাকর্মীদের সঙ্গে মাঠে সক্রিয় রয়েছেন।
এছাড়াও, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস. এন. তরুন দে, সাবেক ছাত্রদল নেতা শেখ মোহাম্মদ শামীম, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাজাহান সিরাজ এবং বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাও মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।
আহসান উদ্দিন খান শিপন বলেন, “আমি দীর্ঘ ৩০ বছর ধরে বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসছি। দলের প্রতি ত্যাগ ও কমিটমেন্টের মূল্যায়ন হবে—এই আশা রাখি।”
এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু জানান, “এলাকার নেতাকর্মীদের সমর্থন আমার পক্ষে রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূল পর্যায়ে কাজ করছি।”
এস. এন. তরুন দে বলেন, “দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম, এখনও আছি। আশা করি, দল সেটা মূল্যায়ন করবে।”
মো. শাজাহান সিরাজ বলেন, “দলের প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছি। দলের প্রতি আমার অবদান বিবেচনা করে মনোনয়ন পেলে সম্মানিত হবো।”
সব মনোনয়নপ্রত্যাশী নেতারা জানান, দল যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাই একসঙ্গে কাজ করবেন। শেষ পর্যন্ত দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে তারা উল্লেখ করেন।
আরমান