
ছবিঃ সংগৃহীত
উপদেষ্টা আসিফ মাহমুদ এক বক্তব্যে জানিয়েছেন, যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। তিনি বলেন, “আজকে শুনানির একটি তারিখ নির্ধারিত রয়েছে। দেখা যাক, আদালত কী নির্দেশনা দেয়। তবে অতীতের যে আন্দোলনের প্রেক্ষিতে মামলা হয়েছিল, তাতে স্থানীয় সরকার বিভাগ কোনো পক্ষভুক্ত ছিল না এবং আদালতের রায়ে এ বিভাগের প্রতি কোনো নির্দেশনাও ছিল না।”
তিনি আরও জানান, “এ সংক্রান্ত বেশ কিছু আইনি জটিলতা তৈরি হয়েছে। এসব জটিলতা নিরসনের জন্য আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। এ ছাড়া একটি রিট পিটিশনও দাখিল হয়েছে এবং তার ওপর শুনানি আজকে অনুষ্ঠিত হওয়ার কথা।”
আসিফ মাহমুদ বলেন, “সরকার একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। এখানে কেউ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। বিশেষ করে এ ধরনের বড় সিদ্ধান্তে ব্যক্তিগত ভূমিকার কোনো সুযোগ নেই। কাজেই আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো লাভ নেই।”
তিনি বলেন, “যেহেতু বিষয়টি এখন বিচারাধীন এবং আইনি জটিলতাও রয়েছে, তাই এসব জটিলতা নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।”
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1Bp7huRoUe/
মারিয়া