
ছবি: সংগৃহীত
রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষক আব্দুল্লাহ তাহের বলেছেন, সংস্কার প্রচেষ্টাকে বিতর্কিত করার মাধ্যমে বিএনপি ক্রমশ জনগণের একটি বড় অংশের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে।
তিনি বলেন, "আমরা আর সেই পুরনো ভোগান্তির রাজনীতি চাই না। যদি অন্তর্বর্তী সরকারকে বিনাশর্তে ক্ষমতা দেওয়া হয়, তাহলে তারাও দুর্নীতিতে জড়িয়ে পড়বে না— এমন নিশ্চয়তা কোথায়?"
সম্প্রতি রাজধানীতে বিএনপির নেতা বেগম খালেদা জিয়ার ফেরার ঘটনাকে কেন্দ্র করে জনদুর্ভোগের প্রসঙ্গে তিনি বলেন, "বিএনপির শীর্ষ নেতারা বারবার বলেছেন যে এটা জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, কিন্তু বাস্তবতা হলো— রাস্তায় চার-পাঁচ ঘণ্টা যানজটে আটকে থেকে সাধারণ মানুষের ভোগান্তি হয়েছে, মূল্যবান সময় নষ্ট হয়েছে। এ ধরনের উদযাপন নেতিবাচক বার্তা দিতে পারে।"
তিনি আরও বলেন, "বিএনপি একটি বড় দল, বেগম খালেদা জিয়া একজন অত্যন্ত জনপ্রিয় নেতা—এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ৫ আগস্টের পর রাজনৈতিক বাস্তবতা বদলেছে। আমরা নতুন ধারার রাজনীতির কথা বলছি, যেখানে তরুণ প্রজন্ম ও সাধারণ জনগণের মানসিকতা বোঝার চেষ্টা থাকতে হবে।"
তাহের মনে করেন, বিএনপির ৩১ দফার সংস্কার পরিকল্পনায় নতুন ধারার রাজনীতির প্রতিফলন থাকলেও, তাদের কিছু পদক্ষেপ এই ভাবমূর্তিকে দুর্বল করে তুলছে। তিনি বলেন, "বিএনপি যদি সরকারের ওপর চাপ সৃষ্টি করে আগামী জুনের মধ্যে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ও প্রয়োজনীয় সংস্কারের নিশ্চয়তা আদায়ে সফল হয়, তবে তাতে দলটি যেমন রাজনৈতিক লাভবান হবে, তেমনি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনাও তাদের জন্য সহজতর হবে।"
তিনি নির্বাচনের সময়কাল নিয়ে বলেন, "ড. মুহাম্মদ ইউনুস সহ অনেকেই বলেছেন, ডিসেম্বর ২০২৫ অথবা জুন ২০২৬-এর মধ্যে নির্বাচন হতে পারে। আমি এখানে ছয় মাসের ব্যবধান দেখি, কিন্তু বিশ্বাসের ফারাক অনেক বড়।"
আব্দুল্লাহ তাহের মনে করেন, যদি বর্তমান সরকার বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং প্রশাসনে ন্যূনতম কাঠামোগত সংস্কার ছাড়াই নির্বাচন দেয়, তাহলে ক্ষমতায় এলেও বিএনপির পক্ষে রাষ্ট্র পরিচালনা করা অত্যন্ত কঠিন হবে। তিনি বলেন, "গত ১৭ বছরে যে ভাবে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, তাতে তাৎক্ষণিকভাবে দায়িত্ব নিয়ে বিএনপির জন্য কার্যকর রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না, বরং এতে দলটি আরও অজনপ্রিয় হয়ে পড়বে।"
তিনি বলেন, "এই ছয় মাসের ব্যবধানের সুযোগকে কাজে লাগিয়ে বিএনপি সংস্কারগুলোর বাস্তবায়নে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে। এটাই হবে দলের জন্য কৌশলগত ও জনসম্পৃক্ত সিদ্ধান্ত।"
ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=hcozqRnQlX8
এম.কে.