ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান হলেন আদীব

প্রকাশিত: ২৩:৫১, ৬ মে ২০২৫

এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান হলেন আদীব

ছবিঃ সংগৃহীত

সমমনা রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের সঙ্গে সংলাপ ও সমন্বয়ের জন্য ‘রাজনৈতিক লিয়াজোঁ কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ৯ সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে।

মঙ্গলবার (৬ মে) এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম কমিটির অনুমোদন দিয়েছেন।

নবনিযুক্ত কমিটির প্রধান আদীব এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটিতে এবং ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য’-এর সমন্বয়কের দায়িত্বে ছিলেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মাহবুব আলম, আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী, অনিক রায়, মুহাম্মদ হাসান আলী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, সংগঠক মাওলানা সানাউল্লাহ খান এবং যুগ্ম সমন্বয়কারী সাদ্দাম হোসেন।

ইমরান

আরো পড়ুন  

×