ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

কাশিয়ানীতে সভাপতির অসদাচরণে শিক্ষকদের ক্লাশ বর্জন

মোঃ আশরাফুজ্জামান, কাশিয়ানী, গোপালগঞ্জ

প্রকাশিত: ২০:৪৩, ৫ মে ২০২৫; আপডেট: ২১:৩৬, ৫ মে ২০২৫

কাশিয়ানীতে সভাপতির অসদাচরণে শিক্ষকদের ক্লাশ বর্জন

ছবিঃ প্রতিবেদক

সভাপতির মারমুখি আচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজের কারনে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী তাড়াইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা সোমবার (০৫ এপ্রিল) সকাল থেকে ক্লাশ বর্জন শুরু করেছেন।

আজ সকাল ১০ টা থেকে বিকাল ৪টার পর্যন্ত উপজেলা চত্বরে অবস্থান গ্রহণ করেন। জানা গেছে কাশিয়ানী উপজেলার তাড়াইল উচ্চ বিদ্যালয় এর সাবেক সভাপতি বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি কাজী জহির আহমেদ দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়টিতে কৌশলগতভাবে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান এ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সুযোগে সভাপতি জহির আহমেদ সহকারী প্রধান শিক্ষক গজেন্দ্র মোহন বিশ্বাসকে হাত করে অন্যান্য শিক্ষকদের সাথে গালিগালাজ ও দুর ব্যবহার করতে শুরু করেন।

এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই বিপ্লব কুমার বিশ্বাস নামের এক শিক্ষার্থীর ফরম পুরানসহ বিভিন্ন অনিয়ম ও অন্যায়ের প্রতিবাদ করায় সভাপতি কাজী জহির আহমেদ বিদ্যালয়ের শিক্ষক গাজী রাশেল এবং ফুরকান শরীফ টিটুকে অভিভাবক সমাবেশে প্রকাশ্য অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

তবে সেখানেই তিনি ক্ষান্ত হননি। ওই দুই শিক্ষককে প্রকাশ্যে চেয়ার তুলে মারতে উদ্বত হন। প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে বেলা ১০.৩০ থেকে বিকাল চারটা পর্যন্ত অবস্থান করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক ও উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়া হয়েছে।

ওই বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আব্দুল লতিফ সরদার জানান সভাপতির বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন চলবে।

 

আরশি

×