ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

মেজর ডালিমের স্ত্রীকে কে অপহরণ করেছিলো?

প্রকাশিত: ২১:০৪, ৭ জানুয়ারি ২০২৫

মেজর ডালিমের স্ত্রীকে কে অপহরণ করেছিলো?

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর ডালিম সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ টকশোতে অংশ নেন। রবিবার দিবাগত রাতে অনুষ্ঠিত এ টকশোতে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনাবলির পেছনের ইতিহাস তুলে ধরেন। সেই সঙ্গে নিজের জীবনের আলোচিত কিছু ঘটনা উল্লেখ করেন।

 

টকশোতে মেজর ডালিম তার স্ত্রীর অপহরণের ঘটনার প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এই ঘটনা তার খালাতো বোন পারভিনার বিয়ের আসরে ঘটে। পারভিনার বিয়ের আয়োজন করেছিলেন তিনি এবং কর্নেল অলিউল্লাহ। অনুষ্ঠানটি লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ২-৩ হাজার অতিথি উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বিয়ের আসরে এক পর্যায়ে তার একমাত্র শালা বাপ্পি, যিনি ম্যাকগিল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন। কিছু অতিথি বাপ্পির চুল টানতে শুরু করলে উত্তেজনার সৃষ্টি হয়।

 

কিছুক্ষণ পর ঘটনাস্থলে রেডক্রসের দুটি মাইক্রোবাস এবং একটি গাড়ি আসে। গাড়ি থেকে সাদা পোশাকধারী সশস্ত্র ব্যক্তিদের নিয়ে বের হন তৎকালীন আওয়ামী লীগ নেতা ও রেডক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা। তিনি উচ্চস্বরে মেজর ডালিমের খোঁজ করতে থাকেন এবং তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করেন।

মেজর ডালিম জানান, “গাজী গোলাম মোস্তফা ছিলেন তৎকালীন সময়ের প্রভাবশালী ব্যক্তি। তিনি আমাকে তুলে নিতে চেয়েছিলেন, কিন্তু আমি তাকে বলি, ‘আপনি যা করছেন তা আপনার জন্য ভালো হবে না, কারণ এখানে হাজার হাজার মানুষ আমাদের দেখছে।’ এরপর তিনি কিছুটা ভীত হয়ে পড়েন।”

 

এ ঘটনার পর ডালিমের ছোট ভাই স্বপন (বীর বিক্রম) ক্যান্টনমেন্টে গিয়ে ঘটনার বিবরণ জানান। দ্রুত ঘটনাটি ছড়িয়ে পড়ে এবং পুলিশ গাজী গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালায়।

মেজর ডালিম আরও দাবি করেন, “গাজী গোলাম মোস্তফা তৎকালীন সময়ের একজন প্রভাবশালী লাঠিয়াল সরদার ছিলেন এবং তাকে রেডক্রসের চেয়ারম্যান করা হয়েছিল লুটপাটের সুযোগ দেওয়ার জন্য।”

তাবিব

×