ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

পাঁচ জনের মিছিল

প্রকাশিত: ১৮:১৭, ১০ নভেম্বর ২০২৪

পাঁচ জনের মিছিল

শহীদ নূর হোসেন দিবস ঘিরে রাজধানীর গুলিস্তানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। একই স্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাথে বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

 

দিনভর নানা নাটকীয়তার পর, ১০ই নভেম্বর রবিবার বিকাল ৪ টা ৩০ এ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি বার্তা দেওয়া হয়। যেখানে উল্লেখ করা হয়,শত বাধার মুখেও মতিঝিল বাংলাদেশ ব্যাংক এর সামনে থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগের কর্মীরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে। বিএনপি, পুলিশ আর আর শিবিরের কর্মীদের বাঁধা। ধাওয়া পালটা ধাওয়া।

মূহর্তেই সেটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।জিরো পয়েন্টে রাতদিন অবস্থান নিয়েছেন ছাত্রজনতা সহ সাধারণ মানুষ।এরই মধ্যে  স্লোগানে স্লোগানে দিনভর মুখোর “ ছিল একটা একটা লীগ ধর, ধইরা ধইরা বিদায় কর” স্লোগান দিয়ে আওয়ামী লীগ সন্দেহে কয়েকজনকে বেধড়ক পিটুনি দিয়েছে একদল মানুষ। যাদেরকে পেটানো হয়েছে তাদের কয়েকজনকে পুলিশকে নিয়ে যেতে দেখা যায়।

দিনভর আওয়ামী লীগকে মাঠে দেখা না গেলেও ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্র জনতা বলছেন,এই পোস্ট দিয়ে আওয়ামী লীগ কী বুঝাতে চাচ্ছে। ছাত্র জনতা মনে করে আওয়ামী লীগের দালালদের মিছিল মানুষ ঘৃণাভরে প্রত্যাখান করেছেন।আওয়ামী লীগের  এই পোস্টকে তারা বলছে ৫ জনের মিছিল।

ফুয়াদ

×