আন্দোলনকারীর নামে হত্যা মামলার প্রতিবাদে মশাল মিছিল
মাদারীপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় সদস্য অনিক হোসেনকে আন্দোলনে নিহত এক ব্যক্তির হত্যা মামলার আসামী করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন মাদারীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সদস্যরা। দ্রুত মামলাটি প্রত্যাহারসহ নানা কর্মসূচি জানিয়ে শনিবার সন্ধ্যা সাতটায় মশাল মিছিল ও দুপুরে মাদারীপুর সরকারী কলেজের বিজ্ঞান বিভাগের সামনে সংবাদ সম্মেলন করেছে কোটাবিরোধী ছাত্র নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য নেয়ামত উল্লাহ, আকাশ মাতুব্বর, তানসিন আহমেদ ও রোমান বেপারী। এসময় নেতারা বলেন, সম্প্রতি ঢাকার আদালতে মাদারীপুরের শহীদ নাজমুল হোসেনকে হত্যার একটি মামলা দায়ের করা হয়। সেখানে ১৩৪ নাম্বার আসামী করা হয় মাদারীপুরে ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য অনিক হোসেনকে। অথচ অনিক জুলাই থেকে আগস্ট পর্যন্ত প্রতিটি বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিল। বিষয়টি জানার পরে জেলার অন্য ছাত্র আন্দোলনকারীরা ক্ষোভে ফেটে পড়েন। তারই প্রতিবাদে জেলার ছাত্র আন্দোলনের সাথে যুক্ত অন্য সহযোদ্ধারা সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান। সেই সাথে দ্রুত অনিকের নাম বাদ না দিলে বৃহৎ আন্দোলনে নামার ঘোষনা দেন। এই ঘটনার পিছনে একটি স্বার্থন্বেষী মহল জড়িত বলেও উল্লেখ করেন তারা। সেই সাথে সাধারণ মানুষের নামেও মিথ্যে মামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন।
এরপর সন্ধ্যা সাতটায় মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাদারীপুর সরকারি কলেজ থেকে একটি মশাল মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শকুনি লেকের পাড়ে স্বাধীনতা অঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সমাবেশে ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আপনারা জানেন আমরা হাজারো লাশের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ ও নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে কলঙ্কিত করার জন্য চব্বিশের মুক্তিযোদ্ধা যাদের বলা হয় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছে একটি কুচক্রী মহল, আমরা এর ধিক্কার ও প্রতিবাদ জানাই।
তাবিব