ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

কিছু অতিরিক্ত সচিবদের সবকিছুই অতিরিক্ত

প্রকাশিত: ২২:২৯, ৪ নভেম্বর ২০২৪; আপডেট: ২২:৪৮, ৪ নভেম্বর ২০২৪

কিছু অতিরিক্ত সচিবদের সবকিছুই অতিরিক্ত

ফলোআপ নিউজ

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের উত্তরার বাসায়  যৌথবাহিনীর অভিযানের পরেই দেশ জুড়ে ‍সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য।উঠে আলোচনা সমালোচনার ঝড়।

 

 

অভিযানে তার বাসা থেকে উদ্ধার হয়  কোটি টাকা ও ১১টি আইফোন ।রবিবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথবাহিনী অভিযান চালায়। সোমবার (৪ নভেম্বর) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।

 

শুধু তাই নয় এর আগে গত ২০ ফেব্রুয়ারী ২০২৪ দুই অতিরিক্ত সচিবের নামে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সই করা অভিযোগ  মন্ত্রিপরিষদ সচিবের কাছে জমা  দেওয়া হয়।

যেখানে অভিযোগে বলা হয়েছে, 'মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীন এবং মন্ত্রিসভা-রিপোর্ট ও রেকর্ড অধিশাখার যুগ্মসচিব ইয়াসমিন বেগম বরাবরই তাদের অধীনস্তদের প্রতি রুঢ় আচরণ করেন। সামান্যতম ভুল যেন এ অনুবিভাগের কারও জন্য জীবন দুর্বিষহ করার নামান্তর। দীর্ঘদিন যাবত আমাদের সাথে নানা ধরনের অগ্রহণযোগ্য আচরণ করলেও বর্তমানে প্রতিমুহূর্তে তাদের এ আচরণ সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাদের রূঢ় আচরণের ফলে আমরা আতঙ্কে দিন পার করছি। যা দিনে দিনে আমাদেরকে মানসিকভাবে বিপর্যন্ত করে ফেলছে।

 

এসব ঘটনায় জনমনে ও দেখা দিয়েছে ব্যাপক অসন্তোষ।মানুষ মনে করছে,কিছু অতিরিক্ত সচিবদের সবকিছুই অতিরিক্ত।দুর্নীতি,অসাধু সিন্ডিকেট,নিয়োগ বাণিজ্য সবকিছুতেই এদের বাড়াবাড়ি।তাই এসব অসাধু অতিরিক্ত সচিবদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে শাস্তির দাবি তাদের।

ফুয়াদ

×