ঢাকা, বাংলাদেশ   সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

কুমারী পূজায় মানুষের ঢল আজ মহানবমী

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৬, ১১ অক্টোবর ২০২৪

কুমারী পূজায় মানুষের ঢল আজ মহানবমী

গোপীবাগের রামকৃষ্ণ মিশন মঠে শুক্রবার কুমারী পূজা অনুষ্ঠিত হয়

শারদীয় দুর্গোসবে শুক্রবার মহাষ্টমীর দিনে কুমারী পূজায় নেমেছিল মানুষের ঢলরাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামন্ডপে আয়োজিত এ কুমারী পূজায় ছিল উপচেপড়া ভিড়হাজার হাজার ভক্ত-পূজারী এবং দর্শনার্থীর উপস্থিতিতে এই পূজা উদযাপিত হয়েছে মহাসাড়ম্বরে

পাঁচদিনের দুর্গোসবের তৃতীয় দিন মহাষ্টমীতে শুক্রবার সকাল ৭টা ১৭ মিনিটের মধ্যে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়পূজা শেষে অঞ্জলি ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়এর পর সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটের পর অনুষ্ঠিত হয় সন্ধিপূজারামকৃষ্ণ মিশন ও মঠসহ কয়েকটি পূজামন্ডপে বিশুদ্ধ পঞ্জিকামতে দুর্গাপূজা আয়োজনের কারণে এসব মন্ডপে পূজার সময়ের কিছুটা হেরফের ঘটেসর্বত্র পূজা শেষে ভক্ত ও পূজারীরা অষ্টমীর পুষ্পাঞ্জলিতে অংশ নিয়েছেন

সবের চতুর্থ দিনে আজ শনিবার রয়েছে মহানবমীবিশুদ্ধ পঞ্জিকা অনুসারে আজ মহানবমী ও দশমী পূজা একই দিন পড়েছেসকাল ৬টা ১২ মিনিটের মধ্যে দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিতপূজা অনুষ্ঠিত হয়এর পর সকাল ৮টা ২৬ মিনিটের মধ্যে দেবীদুর্গার দশমী বিহিতপূজা ও পূজান্তে দর্পণ বিসর্জন করা হবেপূজা শেষে যথারীতি পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় ভোগ আরতি থাকবেএ উপলক্ষে ঢাকেশ^রী জাতীয় মন্দির মেলাঙ্গনের পূজামন্ডপে সন্ধ্যায়  অনুষ্ঠিত হবে আরতি প্রতিযোগিতা। 

শুক্রবার মহাষ্টমীর দিনে সকাল ১০টায় রামকৃষ্ণ মিশন পূজামন্ডপে সব নারীতে মাতৃবুদ্ধি রূপ উপলব্ধি করতে আয়োজিত হয় কুমারী পূজাএবার দেবীর প্রতীকীরূপে পূজা প্রদান করা হয় ৮ বছর বয়সী কুমারী সংহিতা ভট্টাচার্যকেএবারের মাতৃরূপী দেবীদুর্গার শাস্ত্রীয় নাম পূঞ্জিকা

শাস্ত্রমতে এক বছর বয়সে সন্ধ্যা, দুইয়ে সরস্বতী, তিনে ত্রিধামূর্তি, চারে কলিকা, পাঁচে সুভগা, ছয়ে ঊমা, সাতে মালনী, আটে কুব্জিকা, নয়ে কালসন্দর্ভা, দশে অপরাজিতা, এগারোয় রুদ্রানী, বারোয় ভৈরবী, তেরোয় মহালক্ষ্মী, চৌদ্দয় পীঠনায়িকা, পনেরোয় ক্ষেত্রজ্ঞা এবং ষোলো বছরে অল্পদা বলা হয়ে থাকে

বেলা সাড়ে ১০টায় শুরু করা হয় কুমারী পূজাশেষ হয় বেলা ১টায়অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস-এই পাঁচ উপকরণে দেওয়া হয় কুমারী মায়ের পূজাঅর্ঘ্য দেওয়ার পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্যএর পর পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বিতরণ করা হয়

এর আগে স্নান করিয়ে ঝকঝকে শাড়ি, ফুলের মালা, মুকুট, পায়ে আলতা, কপালে টিপ ইত্যাদি পরিয়ে সাজিয়ে  তৈরি করা হয় কুমারী মাকেরাজধানীর রামকৃষ্ণ মিশনে এদিন ছিল হাজার অনুরাগীর ঢলপূজামণ্ডপে ঢাকের বাদ্য, কাঁসরঘণ্টা, শঙ্খের আওয়াজ আর উলুধ্বনিতে মুখরিত হয় পুরো প্রাঙ্গণ

রাজধানীর নারিন্দা থেকে বাবা-মায়ের সঙ্গে কুমারী পূজায় আসা তৃতীয় শ্রেণির ছাত্র অপর্ণা দেবনাথ বলেন, কুমারী পূজায় কুমারীরূপে মা দুর্গার আরাধনা করা হয়আমি প্রতিবছর কুমারী পূজায় আসিএবারও ভোরবেলা এসেছি বাবা-মায়ের সঙ্গে

কুমারী পূজাকে ঘিরে রামকৃষ্ণ মিশনে সকাল থেকেই মানুষের ঢল নামেনিরাপত্তা রক্ষায় পুলিশ, র‌্যাবআনসার, বিডিআর ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়মিশন গেটে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পরই ভক্তদের ভেতরে প্রবেশের অনুমতি মিলেছেগোপীবাগ মোড় থেকে গোপীবাগ মাজার পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়

দর্শনার্থী ও পূজারীদের ব্যাপক ভিড়ে টিকাটুিল, ইত্তেফাক মোড়সহ ওই এলাকায় যানজট দেখা দেয়মোড় থেকে হেঁটে মানুষ কড়া নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মন্ডপে প্রবেশ করেছেনকুমারীপূজা শেষে হাজার হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়ঢাকা ছাড়াও রামকৃষ্ণ মিশনের নারায়ণগঞ্জ, বরিশাল ও দিনাজপুরসহ কয়েকটি মঠ এবং কয়েকটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপে শুক্রবার কুমারী পূজার আয়োজন করা হয়

মহাষ্টমী পূজা শেষে ঢাকেশ^রী জাতীয় মন্দির পূজামণ্ডপেও ১০ হাজার ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছেপূজা শেষে সন্ধ্যায় মণ্ডপে ভোগ আরতির আয়োজন করা হয়।  

রাজধানীসহ সারাদেশের পূজামন্ডপে শুক্রবার ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক ভিড় হয়েছিলবিশেষ করে সন্ধ্যার পর থেকে মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড় উপচে পড়েআজ মহানবমীতে এ ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। 

×