.
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের কারণে ৭৯টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।
জানা গেছে, এদিন সকালে নির্ধারিত সময়ে আশুলিয়ার বিভিন্ন তৈরি পোশাক কারখানায় উপস্থিত হন শ্রমিকরা। পরে জামগড়া, নরসিংহপুর, ইউনিকসহ আশপাশের কয়েকটি এলাকায় কারখানার শ্রমিকেরা বেতন, টিফিন বিল বৃদ্ধি, হাজিরা বোনাস, শ্রমিক ছাঁটাই বন্ধসহ নানা দাবিতে কারখানায় কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বের হয়ে গেলে ওইসব কারখানা ছুটি ঘোষণা করে। এদিকে শ্রমিকদের দাবি পূরণ করতে না পারায় আগে থেকেই অনেক কারখানার মূল ফটকে কারখানা বন্ধ ও ছুটির নোটিস টাঙিয়ে দিয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের শিমুলতলা এলাকা অবরোধের চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দেয়। অন্যদিকে রবিবার রাতে বকেয়া বেতনসহ নানা দাবিতে বিক্ষোভ করেন ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় র্যাব ও সেনাবাহিনীর দুটি গাড়িতে হামলা ও ভাঙচুর করে বিক্ষোভকারীরা।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, সোমবার বেলা ১১টা পর্যন্ত অন্তত ৭৯ পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ছাড়াও সেনাবাহিনীর টহল অব্যাহত আছে।