ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

টোল আদায় পৌনে সাত কোটি টাকা

উড়াল সড়কে ২৮ দিনে ৮ লাখ ৩৬ হাজার ৫৫৮ গাড়ি চলেছে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৯, ৩ অক্টোবর ২০২৩

উড়াল সড়কে ২৮ দিনে ৮ লাখ ৩৬ হাজার ৫৫৮ গাড়ি চলেছে

ঢাকা এলিভিটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক) দিয়ে যানবাহন চলাচল বাড়ছে

ঢাকা এলিভিটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক) দিয়ে যানবাহন চলাচল বাড়ছে। গত ২৮ দিনে উড়াল সড়কে দিয়ে আট লাখ ৩৬ হাজার ৫৫৮ গাড়ি চলাচল করেছে। এ সময় টোল আদায় হয়েছে ছয় কোটি ৭৭ লাখ ৪৩ হাজার টাকা। এ ছাড়া এলিভিটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ফার্মগেট-উত্তরা রুটে চলাচল করছে বিআরটিসির ১০টি দ্বিতল বাস। এই বাস সার্ভিস দিয়ে দৈনিক এক থেকে দেড় লাখ টাকা আয় হচ্ছে বলে বিআরটিসি সূত্র জানায়।
সেতু বিভাগ সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উত্তরা বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দিন ৩ সেপ্টেম্বর সকাল ছয়টা থেকে গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয় এক্সপ্রেসওয়ে। প্রথমদিন ২২ হাজার ৮০৫টি গাড়ি চলাচল করে। এ সময় টোল বাবদ ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা আদায় হয়। গত ২৮ দিনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি চলেছে আট লাখ ৩৬ হাজার ৫৫৮টি। এ সময় টোল আদায় হয়েছে ছয় কোটি ৭৭ লাখ ৪৩ হাজার টাকা। তবে এর মধ্যে ৯৯ শতাংশই ব্যক্তিগত যান (প্রাইভেটকার), যার সংখ্যা আট লাখ ২৮ হাজার ৯৮৭টি। এ ছাড়া পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল করে।
এ বিষয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এএইচএমএস আকতার জনকণ্ঠকে বলেন, ‘প্রতিদিন উড়াল সড়ক ব্যবহার করা গাড়ির সংখ্যা বাড়ছে। গত ২৮ দিনে আট লাখ ৩৬ হাজার ৫৫৮টি গাড়ি চলাচল করেছে। এর মধ্যে প্রাইভেটের সংখ্যা বেশি। বাস, ট্রাক ও পণ্যবাহী গাড়ি চলাচল করেছে। তবে এর সংখ্যা একটু কম। এ ছাড়া রাতের বেলা দূরপাল্লার বাসগুলো উড়াল সড়ক ব্যবহার করে। কিন্তু লোকাল বাসগুলো উড়াল সড়ক ব্যবহার করে না।’ 
এ ছাড়া গত ১৮ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বিআরটিসি বাস চলাচল চালু হয়। প্রথম দিকে আটটি বাস চলাচল করে সংস্থাটি রাজস্ব আয় করে প্রায় ৬৮ হাজার টাকা। তবে দ্বিতীয় দিন দ্বিগুণ হয়ে সংস্থাটি রাজস্ব আয় পায় এক লাখ ৫৬ হাজার টাকা। এরপর থেকে ক্রমান্বয়ে বিআরটিসি বাড়িয়েছে বাসের সংখ্যা আর আয়ও বেড়েছে সংস্থাটির। বর্তমানে দৈনিক এক থেকে দেড় লাখ টাকা আয় হয় বলে সংস্থাটির সূত্র জানায়।
এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জনকণ্ঠকে বলেন, ‘প্রথমদিকে আমরা আট গাড়ি দিয়ে পরীক্ষামূলক বাস সার্ভিস চালু করেছি। এখন প্রতিদিন ১০টি গাড়ি চলাচল করছে। প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত চলাচল করছে এই বাস সার্ভিস। যাত্রীদের চাহিদার আলোকে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। বর্তমানে পিকআওয়ারে ১৫ মিনিট পর এবং অফপিকে ২০ মিনিট পর বাস চলাচল করছে।’

×