ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কারাগারে শূন্য পদে চিকিৎসক নিয়োগের নির্দেশ

প্রকাশিত: ১৩:১২, ৬ জুন ২০২৩

কারাগারে শূন্য পদে চিকিৎসক নিয়োগের নির্দেশ

ফাইল ছবি।

দেশের কারাগারগুলোতে শূন্য পদে এক মাসের মধ্যে চিকিৎসক নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

মঙ্গলবার ( ৬ জুন) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলীর চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

কারা কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। 

শুনানিতে কারা অধিদপ্তরের পক্ষে উপস্থিত আইনজীবীর উদ্দেশে হাইকোর্ট বলেন, চিঠি চালাচালি থেকে বের হয়ে দ্রুত নিয়োগ দিন। কয়েক দফা সময় নিয়েও কারাগারে শূন্য পদে চিকিৎসক নিয়োগ না দেওয়ায় হাইকোর্ট উষ্মা প্রকাশ করে বলেন, এতদিনেও আদালতের আদেশ বাস্তবায়ন করতে পারলেন না। ক্ষমতা এবিউজ (অপব্যবহার) করার জন্য না, ক্ষমতা মানুষকে সেবার জন্য এটা মনে রাখবেন। কারাগারে তো গরীব মানুষ থাকে। ধনীরা কারাগারে গেলেও তাদের জন্য ডিভিশনের ব্যবস্থা থাকে। তাই কারাগারে দ্রুত চিকিৎসক নিয়োগ দিয়ে গরীব মানুষকে বাঁচান।

এ সময় কারা অধিদপ্তরের আইনজীবী বলেন, ১৪১ পদের মধ্যে ১২৫ জন চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। বাকি পদে নিয়োগ দেয়ার জন্য আমরা তাগাদা দিচ্ছি।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মো. জে আর খান রবিন। কারা অধিদপ্তরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফিকুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।


 

এমএম

×