ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১৯:৪৮, ১০ মে ২০২৩

রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

হাসপাতালে স্বজনদের আহাজারী। 

রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে তাজুল ইসলাম (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন শিক্ষার্থী। 

বুধবার (১০ মে) সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাজুল ইসলামকে উদ্ধার করে নিয়ে আসা প্রতিবেশী মারুক বলেন, ‘দনিয়া কলেজের সামনে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে পাশের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে বা কারা তাকে আঘাত করেছে সে বিষয়ে তিনি কিছু জানতে পারেননি।’

এ ঘটনায় মো. সায়েম নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে এসেছে। সেও একই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×