ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঢাকা মেডিকেলে ফের আগুন

মেডিকেল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৭, ৮ মে ২০২৩

ঢাকা মেডিকেলে ফের আগুন

ওয়ার্ড

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফের আগুনের ঘটনা ঘটেছে। হাসপাতালটির বহিঃর্বিভাগ অংশের তৃতীয় তলার ৩১০ নম্বর ওয়ার্ডে নার্সদের ডেসিং রুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বড় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৮ মে) বিকেল পৌনে ৫টার দিকে এই আগুনের সূত্রপাত বলে জানা যায়। আগুনের সংবাদে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ৩টি ইউনিট হাসপাতালে যায়। তবে তাদের পৌছানোর আগেই হাসপাতালের কর্মচারী, রোগীর স্বজনরা মিলে আগুন নিভিয়ে ফেলেন।

হাসপাতলটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ৩১০ নম্বর ওয়ার্ডের বারান্দায় নার্সদের পোশাক পরিবর্তনে রুম। সেই রুমের ভিতরে আরও ছোট একটি রুম রয়েছে। যেখানে অক্সিজেন সিলিন্ডারসহ কিছু মালামাল রাখা ছিল। সেখানেই আগুনের ঘটনা ঘটেছে।  তবে হাসপাতালে কর্মচারী, রোগীদের স্বজনরা অগ্নিনির্বাপণ যন্ত্র ও পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। 

ওয়ার্ডটির ৫৮ নম্বর বিছানায় ভর্তি রোগীর স্বজন মো. জসিম জানান, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বারান্দা থেকে ধোয়া বের হতে দেখেন তারা। এরপর আতঙ্কে সব রোগী ছুটাছুটি শুরু করেন। তখন তারা কয়েক জন মিলে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

৩১০ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত নার্স নাসরিন আক্তার জানান, বারান্দার পাশের রুমটি তাদের ড্রেসিং রুম। রুমের ভিতরে আরও একটি ছোট রুম আছে। যেখানে অক্সিজেন সিলিন্ডারসহ টেবিল, কাপড়-চোপড় ও একটি বৈদ্যুতিক টেবিল ফ্যান ছিল। ওই টেবিল ফ্যানটি সম্পূর্ণ পুড়ে গেছে। তার ধারণা, শর্টসার্কিট থেকেই আগুন লাগে।

 

এসআর

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার