ঢাকা, বাংলাদেশ   সোমবার ১১ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রাহায়ণ ১৪৩০

টানা ৩ দিনের ছুটি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:২৮, ২৭ সেপ্টেম্বর ২০২৩

টানা ৩ দিনের ছুটি

ছবি: সংগৃহীত।

ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সরকারি ছুটি। এর পরের দুদিন শুক্র ও শনিরবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা তিন দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের।

গত ১৫ সেপ্টেম্বর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি,২৮ সেপ্টেম্বর ২০২৩ পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) পালিত হবে। প্রতিবছরই দিবসটিতে সরকারি ছুটি থাকে।

এদিকে টানা তিন দিনের ছুটি থাকায় পরিবারের সঙ্গে তা উদযাপনে পর্যটনকেন্দ্রগুলোতে আগে থেকেই হোটেল-মোটেল বুকিং দিয়ে রেখেছেন ভ্রমণপিপাসুরা। বিশেষ করে কক্সবাজারের তারকামানের হোটেলগুলো আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শতভাগ বুকিং হয়ে গেছে। এ ছাড়া কুয়াকাটায়ও অধিকাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে।
 

এমএম