ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

টিকিটের দাম বাড়ালো জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল

প্রকাশিত: ১৭:৪৯, ২৫ আগস্ট ২০২২; আপডেট: ২১:৪৮, ২৫ আগস্ট ২০২২

টিকিটের দাম বাড়ালো জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল

জাতীয় জাদুঘর

জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিলে দর্শনার্থীদের প্রবেশের টিকিটের দাম এতদিন বয়স্কদের জন্য ছিল ২০ টাকা ও দশ বছরের শিশু দর্শকদের জন্য ১০ টাকা। তবে আগামী ২ সেপ্টেম্বর থেকে তা নির্ধারণ করা হয়েছে প্রাপ্ত বয়স্কদের ৪০ টাকা, শিশু দর্শকদের ২০ টাকা।

মঙ্গলবার (২৩ আগস্ট) জাতীয় জাদুঘরের যুগ্ম সচিব গাজী মো. ওয়ালি-উল-হক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৬ আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের ১৯৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল জাদুঘরের প্রবেশ টিকিটের মূল্য দেশি দর্শক ৪০ (চল্লিশ) টাকা এবং শিশু দর্শক ২০ (বিশ) টাকা নির্ধারণ করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং তা আগামী ২ সেপ্টেম্বর তারিখ থেকে কার্যকর হবে।

জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান বলেন, জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিলের টিকিট মূল্য শেষ বেড়েছিল ২০১৭ সালের এপ্রিল অর্থাৎ প্রায় পাঁচ বছর আগে। জাদুঘরের বিদ্যুৎ বিল বেড়েছে, মেইনটেইনেন্স খরচ বেড়েছে। এছাড়াও করোনাকালীন সংকট বিবেচনায় নিয়ে বোর্ড অব ট্রাস্টি এই সিদ্ধান্ত নিয়েছেন।

×