ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাঁচা মরিচ ৩৫০ টাকা

অর্থনৈতিক রিপোর্র্টার

প্রকাশিত: ০০:০৯, ১১ আগস্ট ২০২২

কাঁচা মরিচ ৩৫০ টাকা

কাঁচা মরিচ

লাগামহীন হয়ে পড়েছে কাঁচামরিচের দামপ্রতিদিনই বাড়ছেদামের কথা শুনে খুচরা বাজারের ক্রেতাদের চোখ কপালেযাদের খুব বেশি প্রয়োজন তারা কিনছেন, কিন্তু পরিমাণে একেবারেই অল্পযাদের প্রয়োজন কম, তারা খালি হাতেই ফিরে যাচ্ছেন

রাজধানীর বেশ কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, বুধবার ভাল মানের এক কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকাকালো ধরনের (একটু নিম্নমানের) কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজিতেএক দিন আগেও এই মানের কাঁচামরিচ বিক্রি হয়েছে ২০০ টাকায়

কাঁচামরিচের পাইকারি দাম জানতে কাওরান বাজারে গিয়ে দেখা গেছে, বাজারে ভাল মানের কাঁচামরিচের পাল্লা বিক্রি হচ্ছে ১২০০ টাকায়এই মরিচ গত মঙ্গলবারে বিক্রি হয়েছিল ৯৪০ টাকায়অর্থা এক দিনের ব্যবধানে পাল্লাপ্রতি দাম বেড়েছে ২৬০ টাকা

অন্যদিকে কালো জাতের কাঁচামরিচ পাইকারি বিক্রি হচ্ছে ১১০০ টাকা পাল্লাএই মরিচ আগের দিন বিক্রি হয়েছিল ৮৮০ টাকা পাল্লায়অর্থা পাইকারি বাজারে পাল্লাপ্রতি দাম বেড়েছে ২২০ টাকাদাম বৃদ্ধির বিষয়ে আড়তদাররা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছেএকই সঙ্গে মহরমের ছুটির কারণে মরিচ আমদানি কমেছেএই কারণে দাম আরেক দফা বেড়েছে

পূর্ব বাড্ডা পাঁচতলা বাজার থেকে ২৫০ গ্রাম কাঁচামরিচ কিনেছেন আজিজুল ইসলামদাম নিয়েছে ৮০ টাকাতিনি বলেন, দুদিন আগে মরিচ কিনতে এসেছিলামদাম বেশি শুনে ওইদিন চলে যাইআজ স্ত্রীর কথায় আবার মরিচ কিনতে আসলামদোকানদার বলল, কেজি ৩৫০ টাকাউপায় না পেয়ে এক পোয়া কিনেছি

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জীবনে মরিচের এত দাম দেখিনিএত দামে মরিচও কিনিনি

দোকানদার মনির হোসেন বলেন, ৯২০ টাকার মরিচ পাইকারি বাজার থেকে আজ (বুধবার) ১২৫০ টাকায় কিনেছিযাতায়াত ভাড়াসহ ১৩০০ টাকা পড়েছেতাই এক পোয়া মরিচ বিক্রি করছি ৮০ টাকায়গতকাল এই মরিচ ৬০ টাকা বিক্রি করেছিলামদাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আড়তদাররা বলল ভারত থেকে গতকাল মাল আসেনিবাজারে মরিচ কমসরবরাহ কম থাকায় তাই দাম বেড়েছে

×