ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে কারখানায় আগুন ॥ ১০ জন আহত

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০০:৫৫, ৫ জুলাই ২০২২

সোনারগাঁয়ে কারখানায় আগুন ॥ ১০ জন আহত

সোনারগাঁয়ের আগুন

সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে সোনারগাঁ প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং নামের একটি কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছেসোমবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটেপরে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেএ ঘটনায় ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে

জানা যায়, তৃতীয় তলাবিশিষ্ট কারখানায় সকাল পৌনে ৭টার দিকে উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়েএ ঘটনায় কারখানার শ্রমিক মোক্তার হোসেন, সোহেল, রাবিয়া আক্তার, কবির হোসেনসহ ১০ জন আহত হন

পরে আগুনের খবর পয়ে ফায়ার সার্ভিসের সোনারগাঁ, ডেমরা, গজারিয়া, মেঘনা, নারায়ণগঞ্জ, ঢাকা সদর দফতরসহ ১১টি ইউনিট এবং মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটসহ সর্বমোট ২২টি ইউনিট ৫ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইনউদ্দিন বলেন, সর্বমোট ২২টি ইউনিট একযোগে কাজ করে সাড়ে তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেআগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির তথ্য এখনই বলা যাচ্ছে নাতবে তদন্তের পর সবকিছু বলা যাবে

×