
ডেমরা থানা
রাজধানীর ডেমরার এলাকার একটি বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম সীমা সুলতানা ও মো. লিয়াকত হোসেন।
মঙ্গলবার (২৮ জুন) বিকেলের দিকে ঘটনাটি ঘটে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ট) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ডেমরা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হোসেন জানান, আমরা খবর পেয়ে ডেমরার মধুবাগ এলাকা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি জানান, আশপাশে লোকজনের মুখে জানতে পারি পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী নিজে গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে আত্মহত্যা করে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।