ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার মানুষের ভোট ও গণতন্ত্রকে পাত্তা দিচ্ছে না ॥ ফখরুল

প্রকাশিত: ১৭:১০, ২৩ আগস্ট ২০২০

সরকার মানুষের ভোট ও গণতন্ত্রকে পাত্তা দিচ্ছে না ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার মানুষের ভোট ও গণতন্ত্রকে পাত্তা দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, সকল অপকর্ম ও দুঃশাসনের জন্য বর্তমান সরকারকে জনগণের নিকট জবাবদিহি করার সময় অত্যন্ত সন্নিকটে। রবিবার ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদকে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে ক্রমান্বয়ে ভয়বাহ নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এ সরকার মানুষের ভোট এবং গণতান্ত্রিক অধিকারকে পাত্তা না দিয়ে বিরোধী দল ও মত দমনে বেপরোয়া হয়ে উঠেছে। বিরামহীন গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে কাল্পনিক কাহিনী তৈরির মাধ্যমে মামলা দিয়ে কারান্তরীণ করছে। বিএনপি মহাসচিব বলেন, ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদকে কারাগারে প্রেরণ বর্তমান সরকারের ধারাবাহিক অপকর্ম থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা বর্তমান সরকারের চলমান দমন নীতিরই অংশ। আমরা রাশেদকে কারাগারে পাঠানোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
×