ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ড. কামালের সঙ্গে বৈঠক

ফ্রন্টে যোগ দেয়ার বিষয়ে এখনও কথা হয়নি ॥ কাদের সিদ্দিকী

প্রকাশিত: ০৭:৫৭, ২৬ অক্টোবর ২০১৮

ফ্রন্টে যোগ দেয়ার বিষয়ে এখনও কথা হয়নি ॥ কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামালের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, আামি বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। ড. কামাল বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধান রচনা করেছেন। এখন ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে। আমরা একসঙ্গে কাজ করতে চাই। তবে ফ্রন্টে যোগ দেয়ার বিষয়ে এখনও কথা হয়নি। বৃহস্পতিবার রাতে ড. কামালের বেইলি রোডের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রাত আটটা থেকে নয়টা পর্যন্ত ড. কামালের সঙ্গে বৈঠক করেন কাদের সিদ্দিকী। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমি ড. কামালের সাত দফা দাবির সঙ্গে পুরোপুরি একমত না হলেও এগুলোর প্রতি আমার যথেষ্ট সমর্থন রয়েছে। আমি জাতীয় ঐক্যফ্রন্টকে শুভকামনা জানাই। একটি গাড়ি চলতে থাকলে অনেক যাত্রী ওঠে। আমি এখন না উঠলেও পরে উঠতে পারি। মানুষ এর আগে ভোটারবিহীন নির্বাচন দেখেনি। বাংলাদেশে এখন খুব খারাপ অবস্থা চলছে। তিনি বলেন, ড. কামালের সঙ্গে একত্রে চলতে চাই। বৈঠকে কাদের সিদ্দিকীর সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সফিকুল ইসলাম দেলোয়ার। অন্যদিকে ড. কামালের সঙ্গে বৈঠকে অংশ নেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তাক আহমেদ, জগলুল হায়দার আফ্রিক ও আ অ ম শফিক উল্লাহ।
×