ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন

প্রকাশিত: ২২:২৮, ২৭ জুন ২০১৮

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন

অনলাইন রিপোর্টার ॥ আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত এক মানববন্ধনে প্রায় ৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও কর্মরত ২৪ হাজার শিক্ষকদের চাকরি সরকারিকরণের লক্ষ্যে বিশেষ তহবিল থেকে অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে । মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রীর যুগান্তকারী ঘোষণার পরও বর্তমানে চলমান, স্থাপিত-আবেদিত অনুমতিপ্রাপ্ত ২০১২ সালের ২৪ মে'র পূর্বে দলিলকৃত, ২০১২ সনের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী, উপজেলা ও জেলা যাচাই-বাছাই কমিটি কর্তৃক সুপারিশকৃত প্রেরিত ও অপেক্ষমান প্রায় ৬ হাজার প্রাথমিক বিদ্যালয় ও প্রায় ২৪ হাজার কর্মরত শিক্ষকগণ প্রাথমিক শিক্ষার সফল বাস্তবায়নে কর্মরত আছেন। বিদ্যালয়গুলোতে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১০ লাখ। সরকারি বিধি মোতাবেক এ সকল বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ দেয়া হয়েছে। সরকারের দেয়া প্রাথমিক শিক্ষার কারিকুলাম অনুযায়ী বিদ্যালয়ে পাঠদান চলছে। অথচ ঘোষিত বাজেটে বিদ্যালয় জাতীয়করণে নির্দিষ্ট অর্থ বরাদ্দ না থাকা হতাশাজনক।’ এ সময় তারা সময়সীমা বেধে দিয়ে বলেন, ‘অনতিবিলম্বে সরকারিকরণের জন্য বিশেষ তহবিল অর্থ বরাদ্দ দিতে হবে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে প্রায় ৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও কর্মরত ২৪ হাজার শিক্ষকদের চাকরি সরকারিকরণের সুষ্পষ্ট ঘোষণা না আসলে তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবেন।’ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক শাহজাহান আলীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সদস্য সচিব শহিদুল ইসলাম সাইদুর, প্রধান সমন্বয়কারী শামছুল আলম, সমন্বয়কারী আতাউর রহমান, আব্দুল আউয়াল মন্ডল প্রমুখ। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে পর্যায়ক্রমে ৬৪ জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা। সংসদ সদস্যদের তার নির্বাচনী এলাকায় অবস্থিত বিদ্যালয় জাতীয়করণের দাবি সংসদে উত্থাপনের অনুরোধ জানিয়ে আবেদন করা। পর্যায়ক্রমে ৮ বিভাগীয় শহরে শিক্ষক সমাবেশ। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা।
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

দেশে কোনো পণ্য সংকটের শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পাকিস্তানের ভাবধারায় উজ্জীবিত বিএনপি:ওবায়দুল কাদের
পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে :স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর ছিলো জিয়া :ড. হাছান মাহমুদ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
চোখে মুখে একটাই স্বপ্নছিল দেশটাকে স্বাধীন করা : শিক্ষামন্ত্রী
গুগল ডুডলে স্বাধীনতা দিবস
দেশে এখন স্বাধীনতা-গণতন্ত্র নেই :মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে তারাই এখন ক্ষমতায় যেতে মরিয়া :জাহিদ মালেক
গুলিস্তান বিস্ফোরণে ১৯ দিন পর আরও একজনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ২৬
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রমজান মাসে একবারের বেশি ওমরাহ করা যাবে না
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে নিহত ১৯
পশ্চিমা মিত্ররা আরও অস্ত্র না পাঠালে রাশিয়ায় পাল্টা হামলা করা যাবে না :প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি