ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

স্বস্তির বৃষ্টি

প্রকাশিত: ০৬:১১, ৩১ মে ২০১৮

স্বস্তির বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ গ্রীষ্মকালেও বৃষ্টির দাপট ছিল পুরো এপ্রিল-মে জুড়েই। হঠাৎ গত কয়েকদিন আবহাওয়ার ছন্দ পতন ঘটে তপ্ত হয়ে ওঠে প্রকৃতি। প্রচ- তাপপ্রবাহে গত কয়েকদিন যেন টিকে থাকা মুশকিল হয়ে পড়ে। বুধবার সন্ধ্যার পর এক পশলা বৃষ্টি নগরবাসীকে নতুন করে স্বস্তি এনে দিয়েছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, মাঝখানে তিন দিনের বৃষ্টি ছন্দ পতনের অন্যতম কারণ সাগরে নিম্নচাপ। নিম্নচাপের কারণেই গত কয়েকদিন গরম বেড়ে যায়। এমনি দেশের কোথায় কোথায় তাপমাত্র ৩৮ ডিগ্রীতে উঠে যায়। আবহাওয়া অফিস জানান নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পর বৃষ্টি আবার সমহিমায় হাজির হতে পারে। এছাড়া মধ্য জুনেই মৌসুমি বায়ু দেশের ভেতরে প্রবেশ করতে পারে। মৌসুমি বায়ু প্রভাব বাতাসে বেড়ে গেলে বৃষ্টিপাত আর বাড়তে পারে। তারা জানায় সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বুধবার সন্ধ্যায় মিয়ানমারের রাখাইন উপকূলে অবস্থান করছিল। এটি ইতোমধ্যে দুর্বল হয়ে পড়েছে। আরও দুর্বল হয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে মিয়ানমারের মধ্যাঞ্চলে অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সঙ্কেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
×