ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মিরসরাইয়ে চিতাবাঘ সদৃশ প্রাণীর দেখা, গ্রামে চরম আতঙ্ক

ফিরোজ মাহমুদ, মিরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ১৫:০৯, ১৬ জুলাই ২০২৫

মিরসরাইয়ে চিতাবাঘ সদৃশ প্রাণীর দেখা, গ্রামে চরম আতঙ্ক

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে চিতাবাঘ সদৃশ এক বন্য প্রাণীর উপস্থিতি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে, প্রাণীটি দেখতে অনেকটা চিতাবাঘ বা মেছোবাঘের মতো, গর্জন ও চলাফেরায়ও বাঘের ছায়া রয়েছে।

দক্ষিণ ভূঁইয়া গ্রামের পুরাতন ঈদগাঁ কবরস্থান এলাকাতেই প্রাণীটিকে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বলে বুধবার (১৬ জুলাই) নিশ্চিত করেছেন স্থানীয়রা। অনেকে জানিয়েছেন, বড় প্রাণীটির সঙ্গে দুটি শাবকও রয়েছে।

যদিও এখন পর্যন্ত প্রাণীটি মানুষের ওপর সরাসরি কোনো আক্রমণ করেনি, তবে কয়েকবার গরু ও ছাগলের ওপর হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা রায়হান উদ্দিন বলেন, “দক্ষিণ ভূঁইয়া গ্রামের ঈদগাঁ কবরস্থানে দুটি চিতাবাঘের বাচ্চা দেখা গেছে। এলাকাবাসীকে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় গন্যমান্যদের জরুরি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।”

এ বিষয়ে মিরসরাই উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল গফুর বলেন, “এখনও কেউ আমাদেরকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি। সাধারণত এসব বন্য প্রাণী সহজে আক্রমণ করে না, যদি না তাদের বিরক্ত করা হয়। আতঙ্কিত হওয়ার দরকার নেই। সঠিক অবস্থান নিশ্চিত হলে উদ্ধার কার্যক্রম নেওয়া হবে।”

প্রাণীটি আসলে চিতাবাঘ, মেছোবাঘ, নাকি অন্য কোনো বন্যপ্রাণী—তা নিশ্চিত করতে বনবিভাগের তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

শেখ ফরিদ

×