ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ

প্রকাশিত: ০৬:৫৪, ২০ জুন ২০১৭

রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৯ জুন ॥ রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় দেড় ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। অবরোধের ফলে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সোমবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার বি-ব্রাদার্স নামে পোশাক কারখানায় এ শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিক, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মৈকুলী এলাকার বি-ব্রাদার্স নামের পোশাক কারখানায় ৪ শতাধিক শ্রমিক কাজ করেন। গত বছরের নবেম্বর মাসের ওভার টাইম, চলতি বছরের মে ও জুন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেই দিচ্ছি করে দিচ্ছে না। দুপুরে শ্রমিকরা বোনাস ও বকেয়া বেতন-ভাতা দাবি করে মালিকপক্ষের কাছে। এ সময় মালিকপক্ষ বোনাস ও বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে টালবাহানা শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে শ্রমিকরা কারখানার সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সড়ক অবরোধ করে উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় যানবাহন আটকা পড়ে সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগে যায়। সাভারে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৯ জুন ॥ ৮ হাজার পিচ ইয়াবাসহ সাভার মডেল থানাধীন আমিনবাজার ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি শামিম মোল্ল্যাকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার বিকেলে তাকে আমিনবাজারের বেগুনবাড়ি এলাকা থেকে আটক করে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের একটি টিম। জানা গেছে, দীর্ঘদিন ধরে শামিম মোল্ল্যা ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকেলে তাকে ৮ হাজার পিচ ইয়াবাসহ তাকে আটক করে ডিবি পুলিশ। প্রতিবাদ গত ১৫ জুন দৈনিক জনকণ্ঠে ‘শুভ্রা মুখার্জী হাসপাতালের নামে জমি দখল’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রশাসন বিভাগের ব্যবস্থাপক নূরুল হুদা। প্রতিবাদলিপিতে তিনি বলেন, হাসপাতাল নির্মাণের মতো জনকল্যাণমূলক কাজে কোন ধরনের অনিয়মকে প্রশ্রয় দেয়ার কথাও অচিন্তনীয়। তিনি বলেন, সংবাদটিতে কিছু তথ্য-উপাত্ত ও বিষয়বস্তু বাস্তবতা বিবর্জিত।
×