ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নরসিংদী জেলা ছাত্রদল নেতার সন্ধান তিন দিনেও মেলেনি

প্রকাশিত: ০৬:৫৫, ১২ জুন ২০১৭

নরসিংদী জেলা ছাত্রদল নেতার সন্ধান তিন দিনেও মেলেনি

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ তিনদিনেও সন্ধান মেলেনি নরসিংদী সরকারী কলেজের সাবেক এজিএস ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদের। গত ৮ জুন দিবাগত রাত ২টায় আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৮-১০ সাদা পোশাকধারী নাহিদকে তার নিজ বাড়ি শহরের নাগরিয়াকান্দী থেকে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে নাহিদের চাচা খলিলুর রহমান ৯ জুন নরসিংদী সদর মডেল থানায় সাধারণ ডায়েরি এবং পুলিশ সুপার নরসিংদী বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। নিখোঁজ সন্তানের সন্ধান পাওয়ার আশায় নাহিদের মা সাজেদা বেগম রবিবার নরসিংদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে এক লিখিত আবেদনে তিনি জানান, আমি একজন অসহায় মা। মাত্র এক বছর বয়সে সে তার বাবাকে হারায়। আমি সিদ্দিকুর রহমান নাহিদসহ ৩ ছেলেকে নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। আমাদের সঙ্গে কারও কোন বিরোধ নেই। আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর ৩টি গাড়ি ছিল। আমার ছেলে সিদ্দিকুর রহমান নাহিদের সন্ধান পাওয়ার জন্য সাংবাদিকবৃন্দের দ্বারস্থ হয়েছি। কারণ সাংবাদিকরা জাতির বিবেক। তারা তাদের লেখনীর মাধ্যামে দেশ ও জাতির কল্যাণে সদা জাগ্রত। আমি আশা করছি, আমার ছেলে সিদ্দিকুর রহমান নাহিদের সন্ধান পাওয়ার ব্যাপারে সাংবাদিকরা তাদের বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার ছেলে নাহিদের সন্ধান চাই। এ সময় নাহিদের কাকা খলিলুর রহমান, পৌর ওয়ার্ড কমিশনার রোকনুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পটিয়ায় জলাবদ্ধতা ॥ ভোগান্তি নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১১ জুন ॥ ইন্দ্রপোল থেকে গিরিশ চৌধুরী বাজার (পৌরসভা বাস স্টেশন) পর্যন্ত পাঁচ কিলোমিটার বাইপাসকে ঘিরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাইপাসে পর্যাপ্ত সংখ্যক কালভার্ট না করা ও শ্রীমতি খালের অংশে বেড়িবাঁধ কেটে দেয়ার ফলে ভাটিখাইন, কচুয়াই ও পৌরসভার বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির পানি জমে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে জলাবদ্ধতার জন্য এলাকাবাসী বাইপাসের ঠিকাদারকে দায়ী করছেন। কারণ পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে রাস্তার কাজ করছেন। এ সড়কের পানি নিষ্কাশনের জন্য ১৮টি কালভার্ট নির্মাণের কথা রয়েছে। ইতোমধ্যে ১৪টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে, বাইপাস সড়কের ঠিকাদারের সম্পূর্ণ কাজ নিয়ন্ত্রণ করছেন সরকারী দলের স্থানীয় প্রভাবশালী মহল। তারা খাল খননের নামে শ্রীমতি খাল ও বাহুলী এলাকার খালসংলগ্ন জমির মাটি কেটে লুট করছে। এসব বালু মাটি দিয়ে বাইপাসের রাস্তা ভরাট করা হয়েছে। ফলে কাজের মান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। খালের বালু দিয়ে নির্মাণাধীন এ রাস্তাটি যে কোন সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১১ জুন ॥ পার্বতীপুরে স্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্ব-উদ্যোগে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ইউএনও তরফদার মাহমুদুর রহমানসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ। শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রসঙ্গে মন্ত্রী তার বক্তব্যে বলেছেন এখান থেকে শুরু। আগামী বছরের ২১ ফেব্রুয়ারির মধ্যে এই উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে যেন শহীদ মিনার স্থাপন করা হয় সে ব্যাপারে শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানান। শিশু সুরক্ষায় সভা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জরুরী পরিস্থিতিতে শিশু সুরক্ষায় সুন্দরবন সাব-ক্লাস্টারের এক সভা রবিবার খুলনা মহানগরীর রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জরুরী পরিস্থিতিতে শিশু সুরক্ষায় সুন্দরবন সাব-ক্লাস্টারের সভাপতি নার্গিস ফাতিমা জামিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বেসরকারী উন্নয়ন সংগঠন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। সভায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সাব-ক্লাস্টারের ৫০ সদস্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি কি কি করণীয় তার পরিকল্পনা এবং রির্সোস ম্যাপ প্রস্তুত করেন।
×