নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৪ মার্চ ॥ হতদরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের পর শুক্রবার ৫০ পরিবারের মাঝে বিনামূল্যে ৫০টি গাভী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সকালে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক জহুরুল ইসলাম সদর উপজেলার ৩টি ইউনিয়নের হতদরিদ্র পরিবারের উপকারভোগী গৃহবধূদের হাতে আনুষ্ঠানিকভাবে পালনযোগ্য এ গাভীগুলো তুলে দেন। এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এডিপি ম্যানেজার লিওবার্ট চিসিম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মহিলা কাউন্সিলর দ্রোপদি দেবী আগরওয়ালা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান বক্তব্য রাখেন।