ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আরও সংবাদ

প্রকাশিত: ০৫:৩১, ৯ জানুয়ারি ২০১৬

আরও সংবাদ

জিলবাংলা চিনিকল উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী আগামী ২৯ জানুয়ারি বাংলাদেশ সুগার এ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীন জিলবাংলা চিনিকল উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৬২ থেকে ২০১৫ পর্যন্ত ব্যাচের ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে গান গাইবেন সঙ্গীত শিল্পী মমতাজ বেগম, এন্ড্রুকিশোর, বারি সিদ্দিকী ও জারি সম্রাট কুদ্দুস বয়াতি। স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট টিভি সঙ্গীতশিল্পী ফারজানা আলী মিমি ও ফায়জুল হক বিজয় অনুষ্ঠানে গান গাইবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন। এতে সকল প্রাক্তন ছাত্রকে ৮টি ক্যাটাগরিতে সংবর্ধনা দেয়া হবে। পাশাপাশি স্কুলটির এক প্রতিষ্ঠাতা শিক্ষক কাজী আসাদুজ্জামানের স্মরণে তার পরিবারের পক্ষ থেকে স্কুল প্রাঙ্গণে একটি লাইব্রেরী প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।-বিজ্ঞপ্তি বিশ্ব এজতেমায় হামদর্দের ফ্রি মেডিক্যাল ক্যাম্প টঙ্গীর বিশ্ব এজতেমা ময়দানে প্রতিবারের ন্যায় এবারও লাখো মুসল্লির স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে দেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ। বৃহস্পতিবার ক্যাম্প উদ্বোধন করেন প্রধান অতিথি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরন, ওয়াক্ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চীফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া, টঙ্গী পৌরসভার সাবেক মেয়র আজমত উল্লাহ খান, গাজীপুরের জেলা প্রশাসক এস আলম, পুলিশ সুপার মোঃ হারুন অর রশীদ, সিভিল সার্জন ডাঃ আলী হায়দার খাঁন। পরিচালক হামদর্দ ফাউন্ডেশন লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব), হামদর্দের মোতাওয়াল্লি এবং পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া রাসেলসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। Ñবিজ্ঞপ্তি ঢাকার দুই সিটি কর্পোরেশনের সভা বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন সম্মেলন কক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও কর্মকর্তাদের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কর্মকর্তাদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কাওরান বাজারের ব্যবসায়ীদের যাত্রাবাড়ী পাইকারি মার্কেটে পুনর্বাসনের বিষয়ে আলোচনা হয়। কাওরান বাজারের ৮৯৫ দোকান যাত্রাবাড়ী পাইকারি মার্কেটে পুনর্বাসন করা হবে। সভায় নির্মাণাধীন যাত্রাবাড়ী পাইকারি মার্কেটের সাইটে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় দুই সিটি কর্পোরেশনের অমীমাংসিত আর্থিক বিষয়াদি দ্রত নিষ্পত্তি করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়। সভায় দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Ñবিজ্ঞপ্তি নড়াইলে নাশকতা মামলায় জামায়াত নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৮ জানুয়ারি ॥ নাশকতা মামলায় লোহাগড়া উপজেলা জামায়াতের আমির বাদশা মিয়াকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে লোহাগড়ার বাঁকা এলাকার বটতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০১৫ সালে হরতাল-অবরোধে উপজেলার দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিস পোড়ানো মামলায় বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। সনদপত্র বিতরণ নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ৮ জানুয়ারি ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে শুক্রবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের ‘কটেজ’ মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনর্অর্থায়ন তহবিলের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
×