ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

‘আমি বলি দোষ আমাদের, আমরা এত বেকুব তাই’

প্রকাশিত: ২২:৪৭, ১১ মার্চ ২০২৫; আপডেট: ২৩:০৮, ১১ মার্চ ২০২৫

‘আমি বলি দোষ আমাদের, আমরা এত বেকুব তাই’

ছবি: সংগৃহীত

এক রাজা তো চাবুক মেরে তুলে নিতো পিঠের ছাল
আরেক রাজা সান্ত্বনা দেয়, ধরবে এসে দেশের হাল
বৃদ্ধ রাজার মন্দ কপাল, নাই তোলোয়ার নাইতো ঢাল
রাজায় রাজায় কেচ্ছা চলে, প্রজারা কোন আটির তাল?

আমি বলি দোষ আমাদের, অমরা এত বেকুব তাই
মায়াকান্না দেখে সকল অতীত দ্রুত ভুলে যাই
আলাদিনের চেরাগ খুঁজে একসাথে সব খেতে চাই
বেশি খেলে মুখ পুড়ে যায়, উক্তিটা কি মনে নাই?

সামনে আসবে নতুন রাজা, চলবে তাহার তলোয়ার
হিসেব বুঝে সুশীলরা সব, হয়ে গেছে ফলোয়ার
গোল্লায় যাক আম জনতা, এসব দিয়ে কি দরকার?
যুগে যুগে জীবন দিলো অভাগা সব ভাই আমার!!

-গায়ক ও অনলাইন এক্টিভিস্ট তাসরিফ খানের ফেসবুক থেকে সংগৃহীত

এম.কে.

×