
শিল্প উদ্যান ,বহুমুখী সংস্কৃতির সমন্বয়
বহুমুখী সাংস্কৃতিক সংগঠন ‘শিল্প উদ্যান’ আজ শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর লালমাটিয়ায় তাদের নতুন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। কবি, নাট্যকার ও সংগঠক মঈন মুনতাসীরের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এর শিক্ষক ও নাট্যজন দিদার মুহাম্মদসহ সংস্কৃতি অঙ্গনের অনেকে।
‘বহুমুখী সংস্কৃতির সমন্বয়’ এই মূলমন্ত্র নিয়ে ‘শিল্প উদ্যান’ নাটক, গান, আবৃত্তি, চলচ্চিত্র ও গবেষণা সহ নানা শিল্পমাধ্যমে কাজ করছে। সংগঠনটি ধর্ম, জাতি, লিঙ্গ, জাতিসত্তা নির্বিশেষে সকল মানুষের জন্য উন্মুক্ত একটি সংস্কৃতি চর্চা কেন্দ্র হিসেবে নিজেদের গড়ে তুলতে চায়।
লালমাটিয়ার জাকির হোসেন মাঠের গলিতে (বিসমিল্লাহ টেইলার্স বিল্ডিং), এফ/৫, ব্লক-ই ঠিকানায় অবস্থিত ‘শিল্প উদ্যান’-এর নতুন কার্যালয় থেকে সংগঠনটি তার সাংস্কৃতিক কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করতে চায়।
এসএফ