
মামুন সারওয়ারের তিনটি ছড়া
কালবোশেখি
কালবোশেখির ঝড় এলো যে কালবোশেখির ঝড়
সেই ঝড়েতে উড়ছে দেখো তালপাতারই ঘর
মড়াৎ করে পড়ছে ভেঙে গাছগাছালির ডাল
নদীর ঘাটে নৌকাতে আর দুলছে না যে পাল।
টিনের চালে টপ-টপা-টপ পড়ছে যখন শিল
ভয় পেয়ে সব মানিক সোনা ঘরেতে দেয় খিল।
কাঁচা-পাকা আমগুলো সব পড়ছে গাছের তল
দু’হাত দিয়ে ভরছে ঝুড়ি দুষ্টু ছেলের দল।
আকাশ জুড়ে উড়ছে না আর কান ফাটানো কাক
গোয়ালঘরে হাম্বা রবে দিচ্ছে গরু হাঁক।
ধ্বংস নিয়ে আসছে ছুটে কালবোশেখির ঝড়,
বুকের মাঝে শুধুই জাগে ভয়াল বালুচর।
প্যানেল