মরোনোত্তর সম্মাননা প্রদান
১৯৫২ সালে ময়মনসিংহ মুসলীম গার্লস হাই স্কুলে বাংলা ভাষার দাবীতে আন্দোলনে অংশগ্রহন ও স্কুলে কালো পতাকা উত্তোলনের অযুহাতে বহিষ্কৃত দশম শ্রেনীর ছাত্রী , ভাষা সৈনিক ছালেহা বেগমকে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহনের জন্য সংগ্রামী নারী হিসাবে “মরোনোত্তর সম্মাননা “ ও “শেরে বাংলা গোল্ডেন এওয়ার্ড ২০২৪” প্রদান করা হইল।
আজ সন্ধায় পুরানা পল্টনস্থ হোটেল অরন্যাটে অনুষ্ঠিত শেরে বাংলা এ.কে ফজলুল হকের ১৫১ তম জন্ম জয়ন্তি অনুষ্ঠানে সম্মাননা পদকটি প্রদান করেন শেরে বাংলা সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও সাবেক তথ্যসচিব, বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ ।
কাওসার/শহিদ