ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

বাংলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ

প্রকাশিত: ১৮:৪৭, ১০ আগস্ট ২০২৪

বাংলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ

অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ

বাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী পদত্যাগ করেছেন। 

শনিবার (১০ আগস্ট) বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপ-পরিচালক নার্গিস সানজিদা সুলতানা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

চলতি বছরের ১৮ জুলাই রাষ্ট্রপ্রতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তিনি মহাপরিচালক পদে নিযুক্ত হয়েছিলেন। গত ২৪ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন।

সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ক্ষমতা হারায় আওয়ামী লীগ। ফলে সদ্য যোগদান করা এই ডিজির পদত্যাগ চেয়েছেন অনেকেই।

 

এম হাসান

×