ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

বইমেলার শেষ দিনে আফসানা ফেরদৌসীর দরজার ওপাশে

প্রকাশিত: ২১:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

বইমেলার শেষ দিনে আফসানা ফেরদৌসীর দরজার ওপাশে

মোড়ক উন্মোচন অনুষ্ঠান। 

অমর একুশে বইমেলার শেষ দিনে প্রকাশিত হয়েছে অধ্যাপিকা সৈয়দা আফসানা ফেরদৌসীর কাব্যগ্রন্থ ‘দরজার ওপাশে’ 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের হুমায়ূন আহমেদ চত্বরে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

কাব্যগ্রন্থের লেখিকা আফসানা ফেরদৌসী বইটি সম্পর্কে বলেন, এই কাব্যগ্রন্থে করোনাকালীন স্থবিরতায় মানবজীবনের হতাশা, যুদ্ধের ভয়াবহতায় মানবতার বিপর্যয় কাঁটিয়ে ওঠার আহ্বান জানিয়েছি। আমি আশায় বুক বাঁধতে ভালোবাসি। তাই আশা দেখেছি এবং অন্যকেও দেখানোর জন্য আমার এই বই।

প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শিকদার মনোয়ার মোর্শেদ ও সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রহিম। 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক রেজাউল আজিম ও সোনালু প্রেম শালুক সংসারের লেখক কবি ও ব্যবসায়ী মাহমুদ আল ফাহাদ।

জাতীয় সাহিত্য প্রকাশনী থেকে আসা বইটি পাওয়া যাবে বইমেলার ৫০৭, ৫০৮ ও ৫০৯ নম্বর স্টলে।

এমএম

monarchmart
monarchmart