ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

স্বপঞ্জয় চৌধুরী

অবদান

প্রকাশিত: ২০:৫৩, ২২ অক্টোবর ২০২১

অবদান

এ পৃথিবীর বিনির্মাণে আছে যাদের অবদান হয় সে হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান নয় সে মুসলমান। যে কৃষাণ ফলায় মাঠের বুকে ধান যে শ্রমিক খাটে কলে ভুবন মাতিয়ে রাখে বৃক্ষ ছায়া ও ফুলে-ফলে আছেতো তারো অমলিন অবদান। হাজার বছরের হাজার সময়ের যে সকল জ্ঞানী-গুনী গড়ে গেছেন এই ধরণীটাকে সঠিক পথের তরণীটাকে বয়েছেন যত সুফী, ঋষি, সাধক, মুনী। এ পৃথিবীর সব মানুষের রং হতে পারে সাদা-কালো ঘাম ও রক্তের বিসর্জনে জ্বেলেছেন তারা আলো। আমাদের এই ছোট্ট পৃথিবী ছোট্ট একটি ঠাঁই জগতের মাঝে মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই। ওই যে যোদ্ধা করছে যুদ্ধ মারছে মানুষ ভাঙছে জগৎ, ভাঙছে হৃদয় উড়িয়ে মরণ ফানুষ। তাকে কি জগত করেছে বরণ ঘৃণাভরে তাকে করবে স্মরণ। এ পৃথিবীতো তাদের নয় মানুষের তরে করতে কল্যাণ মৃত্যু করে ভয়। একদিন এই পৃথিবীতে হবে ধ্বংসের পরাজয় সেদিনের দিকে আছি তাকিয়ে যেদিন সবাই কাঁধে কাঁধ মিলে রইবে একই ছাদের তলে ঘৃণা নয় শুধু ভালোবাসা রবে ছোট্ট পৃথিবীর গলে।
×