ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

হার্ভার্ড মেডিকেল স্কুল-এর গবেষণা

প্রথমে কাশি, তারপর ক্যানসার—গোপনে যেভাবে মৃত্যু ডেকে আনছে ই-সিগারেট!

প্রকাশিত: ১৫:৪৬, ৮ জুলাই ২০২৫

প্রথমে কাশি, তারপর ক্যানসার—গোপনে যেভাবে মৃত্যু ডেকে আনছে ই-সিগারেট!

ছবি: সংগৃহীত

একসময় "সিগারেটের নিরাপদ বিকল্প" বলে পরিচিত ই-সিগারেট বা ভেপিং এখন চিকিৎসকদের চোখে এক ভয়াবহ "নীরব ঘাতক"। সাম্প্রতিক গবেষণা বলছে, ভেপিং শুধু ফুসফুসে সাময়িক ক্ষতি করে না—দীর্ঘমেয়াদে এটি ক্যানসার, হৃদরোগ ও স্নায়বিক সমস্যার জন্ম দিতে পারে।

🔬 গবেষণার ফলাফলে উঠে এসেছে ভয়ঙ্কর চিত্র যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অন ড্রাগ অ্যাবিউজ (NIDA) এবং হার্ভার্ড মেডিকেল স্কুল-এর সাম্প্রতিক যৌথ গবেষণায় দেখা গেছে, নিয়মিত ই-সিগারেট ব্যবহারকারীদের মধ্যে ৪৫% ফুসফুসের কোষে প্রদাহ ও জেনেটিক পরিবর্তনের লক্ষণ পাওয়া গেছে, যা ভবিষ্যতে ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে দেয়।

বিশেষত তরুণদের ফুসফুসের প্রতিরোধক্ষমতা তুলনামূলক কম থাকায়, ভেপিং তাদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়।

🫁 ‘কাশি দিয়ে শুরু, তারপর ধ্বংস’:

চিকিৎসকদের সতর্কবার্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাকিব হোসেন জানান, “আমরা ইদানীং ২০-৩০ বছর বয়সী অনেক ভেপারকে কাশি, শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করতে দেখছি। এক্স-রে ও সিটি স্ক্যানে দেখা যায় ফুসফুসের ক্ষয় শুরু হয়ে গেছে।”

তিনি বলেন, এসব রোগীর অনেকে বুঝতেই পারে না ভেপিং-ই মূল কারণ।

⚠️ ভেপিংয়ের মধ্যে কী থাকে?

বেশিরভাগ ই-সিগারেট-এ থাকা "ফ্লেভারড ভেপ লিকুইড"-এ নিকোটিন, প্রোপাইলিন গ্লাইকোল, ফর্মালডিহাইড ও অ্যাক্রোলিন-এর মতো ক্ষতিকর রাসায়নিক থাকে। এইসব উপাদান ফুসফুসের কোষ ধ্বংস করে, ডিএনএ মিউটেশন ঘটায়, যার ফলে ক্যানসারের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।

👩‍⚕️ WHO ও CDC-এর সতর্কবার্তা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং মার্কিন Centers for Disease Control and Prevention (CDC) ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে,

“ভেপিং তরুণদের মধ্যে এক নতুন স্বাস্থ্যসংকট তৈরি করছে। এটি কোনো নিরাপদ বিকল্প নয়, বরং নতুন রোগের প্রবেশদ্বার।”

CDC জানায়, ২০১৯-২০২৩ এর মধ্যে EVALI (E-cigarette or Vaping Use-Associated Lung Injury) আক্রান্ত হয়ে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন অন্তত ৬৮ জন এবং ২৮০০+ মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

🎓 বিশেষজ্ঞদের পরামর্শ

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে,

* ই-সিগারেটের বিজ্ঞাপন ও ‘কুল ফ্যাক্টর’কে এড়িয়ে চলা জরুরি

* তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে

* এবং আইন করে ফ্লেভারড ভেপ লিকুইড নিষিদ্ধ করা প্রয়োজন

🔚 শেষ কথা:

একটি স্টাইল, একটি সাময়িক স্বস্তির টানে যদি কেউ ধীরে ধীরে মৃত্যুর পথে এগিয়ে যায়, তাহলে সেটি বন্ধ করার এখনই সময়। কাশি যখন শুরু হয়, তখনও সময় আছে। কিন্তু যখন ফুসফুস আর সাড়া দেয় না—তখন আর কিছুই করার থাকে না।

আসিফ

×