শরতের রং আর ফ্যাশন মৌসুমের ট্রেন্ডি প্যাটার্নের সমন্বয়
শরতের রং আর ফ্যাশন মৌসুমের ট্রেন্ডি প্যাটার্নের সমন্বয়ে সম্পূর্ণ নতুন ‘ফল কালেকশন ২০২৪’ লঞ্চ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। আন্তর্জাতিক ফ্যাশন উইক থেকে বাছাই করা প্রিন্টস্টোরির পাশাপাশি পোশাকের আরামের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নতুন ফল কালেকশনে।
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘ফল মৌসুমে নস্টালজিক কালার বা রঙের আবেদন অতুলনীয়। এই কারনেই নতুন কালেকশনের নামকরণ করা হয়েছে সেন্টিমেন্টাল। একই সঙ্গে বিশ্বজুড়ে উঠে এসেছে ওভারসাইজ প্যাটার্ন ও লেয়ারিংয়ের ট্রেন্ড।
নতুন কালেকশনে লা রিভ কেপ-স্টাইল শ্রাগ, ওভার সাইজ ও ড্রপশোল্ডার টিউনিক, ফ্লেয়ার্ড-ছাঁটের গাউন ও ম্যাক্সি ড্রেস ডিজাইন করেছে। সব মিলিয়ে, ফ্যাশন-সচেতন ও আরামপ্রিয় সব ধরনের ক্রেতার চাহিদা মাথায় রেখে নতুন কালেকশনটি সাজানো হয়েছে।’
লা রিভ ফল কালেকশন ইতোমধ্যে পৌঁছে গেছে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও বরিশালসহ ঢাকার সব স্টোরে। ঘরে বসেই নতুন ফল কালেকশন থেকে শপিং করতে ভিজিট করুন লা রিভের অনলাইন পোর্টাল www.lerevecraye.com, অথবা ডাউনলোড করুন লা রিভ অ্যাপ। এছাড়াও, মেসেঞ্জারে অর্ডার প্লেস করতে লগইন করুন ww w.facebook.com/lerevecraye