
ছবিঃ সংগৃহীত
ইসরায়েলের জেরুজালেম গভর্নরেটের (অধিকৃত আল-কুদস) অন্তর্গত বেইত শেমেশ শহরে অজানা কারিগরি ত্রুটির কারণে পয়ঃনিষ্কাশনের যন্ত্রপাতি বিকল হয়ে রাস্তা প্লাবিত হয়ে গেছে—এমনটাই জানিয়েছে হিব্রু সূত্রগুলো।
সেখানে পানির সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা নিয়ে কাজ করা সংস্থা জানায়, বিশেষজ্ঞরা সমস্যার সমাধানের চেষ্টা করছেন, কিন্তু কয়েকদিন পেরিয়ে গেলেও ত্রুটির কারণ খুঁজে বের করে তা মেরামত করা সম্ভব হয়নি।
গত কিছুদিন ধরে ওই শহরসহ আশপাশের এলাকাগুলোর নগর অবকাঠামোয় একের পর এক অস্বাভাবিক এবং অজানা সমস্যা দেখা দিচ্ছে। এর মধ্যে রয়েছে অনিয়মিতভাবে বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে যাওয়া, রেললাইন বন্ধ করে দেওয়া, এমনকি সিগন্যালিং সমস্যার কারণে ট্রেন চলাচল বাতিল করা—যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে।
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ বাসিন্দারা লিখেছেন, “এই শাসকগোষ্ঠী নিজেদেরকে অঞ্চলটির সবচেয়ে শক্তিশালী বললেও তারা নিজেদের নগর অবকাঠামো সঠিকভাবে পরিচালনা করতেও ব্যর্থ। এমনকি সমস্যার মূল কারণও বের করতে পারছে না। এই অব্যবস্থাপনা আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে।”
এ অবস্থায় বেইত শেমেশ যেন সত্যিকার অর্থেই দুর্গন্ধময় পানিতে ডুবে গেছে।
ইমরান