ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

গভীর রাতে টিকটিকির লেজ থেকে বের হচ্ছে আগুন, ঘটনা কী?

প্রকাশিত: ০৯:২১, ২৪ জুলাই ২০২৫

গভীর রাতে টিকটিকির লেজ থেকে বের হচ্ছে আগুন, ঘটনা কী?

গভীর রাতে টিকটিকির লেজ থেকে বের হচ্ছে আগুন

গভীর রাতে ঘর থেকে বের হয়ে চমকে যান যুবক। ওই যুবক দেখতে পান, দেওয়ালে একটি টিকটিকি হাঁটাচলা করছে। কিন্তু লেজ দোলাতেই বের হচ্ছে আগুন।

এই দৃশ্য দেখে ভয় পেয়ে যান তিনি। তবে দেরি না করে সে ‘রহস্যময়’ দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেলেন ওই যুবক।

ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, আলোচিত এ ঘটনা ঘটেছে কম্বোডিয়ায়।

ভিডিওতে দেখা যায়, দেয়ালে হেঁটে বেড়াচ্ছে একটি লম্বা টিকটিকি। মনের আনন্দে লেজ নাড়িয়ে চলছে সে। কিন্তু লেজ নাড়ানোর সময় তার লেজ থেকে আগুনের ঝলক বের হচ্ছে। আবার লেজ নাড়ানো থামিয়ে দিলেই সেই আলোর ঝলক থেমে যাচ্ছে।

টিকটিকির লেজ থেকে কী করে বের হচ্ছে আগুনের ঝলক, তা এক রহস্য। যখন ওই টিকটিকির লেজ থেকে আগুন বের হচ্ছিল, তখন আরও একটি টিকটিকি উপরের দিকে উঠছিল। কিন্তু ওই টিকটিকির কাণ্ডকারখানা দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় সে। 
 

তাসমিম

×