ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

‘শহীদ’ হতে চেয়ে নেতানিয়াহুকে মারতে চেয়েছিলেন বৃদ্ধা, তার আগেই গ্রেপ্তার

প্রকাশিত: ২০:২৩, ২৫ জুলাই ২০২৫; আপডেট: ২০:২৪, ২৫ জুলাই ২০২৫

‘শহীদ’ হতে চেয়ে নেতানিয়াহুকে মারতে চেয়েছিলেন বৃদ্ধা, তার আগেই গ্রেপ্তার

ছবি: সংগৃহীত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনার অভিযোগে ৭০ বছরেরও বেশি বয়সী এক নারীকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। দেশটির কেন্দ্রীয় অঞ্চলের বাসিন্দা এই নারী দীর্ঘদিন ধরে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, ওই নারী নিজেই একটি বিস্ফোরক ডিভাইস তৈরি করেছিলেন এবং অস্ত্র সংগ্রহের লক্ষ্যে অন্যান্য সরকারবিরোধী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগও করেছিলেন। এমনকি তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেওয়ারও চেষ্টা করেন।

বুধবার মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, আদালতের নির্দেশে অভিযুক্ত নারীর নাম ও বাসস্থান গোপন রাখা হয়েছে। তবে তদন্তের স্বার্থে কিছু তথ্য প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে।

সূত্র জানায়, ওই নারী নিজেকে ‘শহীদ’ হিসেবে দেখার আকাঙ্ক্ষা থেকেই নেতানিয়াহুকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন।

উল্লেখ্য, এর আগেও নেতানিয়াহুর বিরুদ্ধে হত্যার হুমকির ঘটনা ঘটেছে। গত বছর এক ব্যক্তি সামাজিক মাধ্যমে এমন হুমকি দিয়ে গ্রেফতার হন।

ইসরায়েলে রাজনৈতিক হত্যাকাণ্ড খুবই বিরল হলেও এক নজির রয়েছে ইতিহাসে। ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রবিনকে হত্যা করেছিলেন এক চরমপন্থী ইহুদি, কারণ তিনি ওসলো শান্তি চুক্তির পক্ষে অবস্থান নিয়েছিলেন।

সূত্র: খালিজ টাইমস

নুসরাত

×