
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যেকোনো যুদ্ধে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে এবং পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে, যদিও তা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হবে বলে জানান তিনি।
আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এসব কথা বলেন। এটি ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের সংঘাতের পর তার অন্যতম প্রথম প্রকাশ্য মন্তব্য। ঐ সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ করে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়।
পেজেশকিয়ান বলেন, “আমরা ইসরায়েলের যেকোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত। তবে আমি যুদ্ধবিরতির স্থায়ীত্ব নিয়ে খুব একটা আশাবাদী নই।” তিনি আরও জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হচ্ছে।
ইরান-ইসরায়েল উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্টের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে এবং এতে মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বেড়ে যায়। ইরান বারবার দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি কোনোভাবেই সামরিক উদ্দেশ্যে নয়, বরং শক্তি উৎপাদন ও চিকিৎসা গবেষণার মতো শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে।
Jahan