ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ইসরায়েলের ষড়যন্ত্র ব্যর্থ হবে: টেলিভিশন ভাষণে হুঁশিয়ারি সিরীয় প্রেসিডেন্টের

প্রকাশিত: ০৮:০৫, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ০৮:০৬, ১৭ জুলাই ২০২৫

ইসরায়েলের ষড়যন্ত্র ব্যর্থ হবে: টেলিভিশন ভাষণে হুঁশিয়ারি সিরীয় প্রেসিডেন্টের

ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলা ও বিভাজনের চেষ্টার বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, সিরিয়া তার ইতিহাসে কখনো বিভাজন মেনে নেয়নি, আর এবারও ইসরায়েলের বিভক্তির চক্রান্ত ব্যর্থ হবে।

ভাষণে তিনি বলেন, “ইসরায়েল চায় সিরিয়াকে একটি সংঘাতপূর্ণ ভূমিতে পরিণত করতে—কিন্তু তা আমরা কখনোই হতে দেব না।” তিনি দেশটির দক্ষিণাঞ্চলে বেদুইন ও দ্রুজ যোদ্ধাদের মধ্যে চলমান সংঘর্ষ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

আহমেদ আল-শারা বিশেষভাবে সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীর প্রতি আশ্বস্ত করেন। তিনি বলেন, “দ্রুজ জনগণ সিরিয়ার জাতীয় ঐক্যের অবিচ্ছেদ্য অংশ। তাদের নিরাপত্তা রক্ষা আমাদের দায়িত্ব।”

দক্ষিণাঞ্চলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ইতোমধ্যে দ্রুজ সম্প্রদায়ের প্রবীণদের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এই সংঘাত ও ইসরায়েলের আক্রমণ পরিকল্পনা নিয়ে আরও তথ্য শিগগিরই জানানো হবে বলে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

 

শেখ ফরিদ 

আরো পড়ুন  

×