ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

স্কুটারে লাদাখ অভিযান! সাহসিকতার নতুন সংজ্ঞা দিল যুবক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:০১, ১১ জুলাই ২০২৫

স্কুটারে লাদাখ অভিযান! সাহসিকতার নতুন সংজ্ঞা দিল যুবক

ছবি: সংগৃহীত

লাদাখের পাথুরে, দুর্গম ও উচ্চভূমির রাস্তায় যেখানে অ্যাডভেঞ্চার বাইকের আধিপত্য, সেখানে এক যুবক স্কুটার নিয়ে অভিযান চালিয়ে সবাইকে চমকে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই যাত্রার নায়ক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ‌‘_nirav_x17’। তিনি একটি সাধারণ Suzuki Access স্কুটারে চড়ে লাদাখের কঠিন পথ পাড়ি দিয়েছেন, যার নাম দিয়েছেন “লর্ড”।

ভিডিওটিতে দেখা যায়, কিভাবে ‘লর্ড’ নামের এই স্কুটারটি পাথুরে ও খাড়া পথে ধীরে ধীরে এগিয়ে চলছে। জায়গাগুলো এতটাই দুর্গম যে সাধারণত শুধুমাত্র রয়্যাল এনফিল্ড বা কেটিএম-এর মতো ভারি অ্যাডভেঞ্চার বাইকেই এসব পাড়ি দেওয়ার সাহস করেন রাইডাররা। কিন্তু _nirav_x17-এর এই চ্যালেঞ্জিং যাত্রা সবাইকে মুগ্ধ করেছে এবং সামাজিক মাধ্যমে এটি নিয়ে আলোচনা তুঙ্গে।

ভিডিওটি ইনস্টাগ্রামে কিছুদিন আগেই পোস্ট করা হলেও সম্প্রতি ব্যাপকভাবে শেয়ার হয়েছে। লাদাখে স্কুটার নিয়ে এমন দুঃসাহসিক রাইড যেন দর্শকদের কল্পনাকেও হার মানিয়েছে।

ভিডিওটি দেখে অনেকেই বিস্ময়ে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “ভাই, এত লম্বা পথ পাড়ি দিয়ে ইঞ্জিনটা টিকে গেল কীভাবে?” আরেকজন মন্তব্য করেন, “সুজুকির তোকে স্পন্সর করা উচিত পরের ট্রিপে!” 

কিছু ইউজার স্কুটারের জ্বালানি খরচ নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “আমার শুধু এটা জানার ইচ্ছা, তুমি পেট্রোলে কত খরচ করেছ?” আরেকজন মন্তব্য করেছেন, “ইচ্ছা থাকলে উপায় হয়, স্কুটার দিয়েও লাদাখ যাওয়া সম্ভব!”

এই স্কুটারযাত্রা নিয়ে যারা মন্তব্য করেছেন, তাদের মধ্যে কেউ কেউ অ্যাডভেঞ্চার বাইকের তুলনা টেনেছেন। একজন লিখেছেন, “এদিকে মানুষ তর্ক করছে যে হিমালয়ান ভালো না ইন্টারসেপটর, আর এদিকে মানুষ স্কুটারে লাদাখ ঘুরে আসছে!”

তবে টুইস্ট রয়েছে। The Times of India জানিয়েছে, ভিডিওর প্রামাণ্যতা তারা স্বতন্ত্রভাবে যাচাই করেনি। এটি মূলত সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও এবং ইউজারদের প্রতিক্রিয়ার ভিত্তিতে তৈরি প্রতিবেদন।

মুমু ২

×